দখিনের সময় ডেস্ক:
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া সমসাময়িক বিষয় নিয়ে কথা বলতে আজ বুধবার (১০ ডিসেম্বর) বিকেলে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন। সচিবালয়ে স্থানীয় সরকার বিভাগের সম্মেলন কক্ষে বিকেল ৩টায় এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
জররিী এই সংবাদ সম্মেরন আহবানের কোন কারণ উল্লেখ্য করা হয়নি। কেবল এইটুকু বলা হয়েছে, উপদেষ্টা সমসাময়িক বিষয় নিয়ে কথা বলবেন। কিন্তু অনেকেরই ধারণা, উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগের ঘোষণা দিতে পারেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। প্রসঙ্গত, সম্প্রতি আসিফ মাহমুদ কোন দল থেকে নির্বাচনে অংশ নেবেন এবং নির্বাচনে প্রার্থিতা ঘোষণার আগে উপদেষ্টার পদ থেকে পদত্যাগের বিষয়টি বেশ আলোচিত হচ্ছে।