রাজনীতিবিদদের ওপর মানুষের আস্থা কমে যাওয়ার বাস্তবতা স্বীকার করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, এই আস্থা ফিরিয়ে আনার দায়িত্ব রাজনীতিবিদদেরই। তিনি বলেন, জনগণকে বিশ্বাসে ফেরাতে হলে কথার রাজনীতি নয়, জবাবদিহির রাজনীতি প্রতিষ্ঠা করতে হবে।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে রাজধানীর শেরে বাংলা নগরে অনুষ্ঠিত ‘জাতীয় নির্বাচন–২০২৬ ও নাগরিক প্রত্যাশা’ শীর্ষক এক নাগরিক প্ল্যাটফর্মের সংলাপে তিনি এসব কথা বলেন। আমীর খসরু জানান, রাজনীতির প্রতি মানুষের অনাস্থা নতুন কিছু নয়, তবে এটি চিরস্থায়ী হওয়ার আগেই সমাধান দরকার। তার মতে, জবাবদিহি নিশ্চিত করতে পারলে আলাদা করে সংস্কারের কথা বলতে হয় না—সংস্কার তখন নিজে থেকেই কার্যকর হয়ে যায়। তিনি স্পষ্ট করে বলেন, যারা জনগণের প্রত্যাশা ও জবাবদিহির ধারণা ধারণ করতে ব্যর্থ হবে, আগামীর বাংলাদেশে তাদের রাজনৈতিক ভবিষ্যৎ প্রশ্নের মুখে পড়বে।
তিনি আরও বলেন, গণতান্ত্রিক পরিবেশ টিকিয়ে রাখতে সুশীল সমাজের সক্রিয় ভূমিকা অপরিহার্য। সুশীল সমাজকে কাজ করতে না দিলে স্বৈরাচার জন্ম নেয় বলেও মন্তব্য করেন তিনি। কোনো সরকার একা সব সমস্যার সমাধান করতে পারে না—বাস্তবায়নের জন্য অংশীদারিত্ব জরুরি। বিএনপি ক্ষমতায় এলে বেসরকারি খাত, সুশীল সমাজ ও এনজিওসহ সবাইকে সঙ্গে নিয়েই রাষ্ট্রীয় সমস্যার সমাধান করা হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।