তারেক রহমানের গাড়িতে খাম রেখে পালাল বাইকার, উদ্বেগজনক
দখিনের সময়
প্রকাশিত জানুয়ারি ১৯, ২০২৬, ১১:১৫ পূর্বাহ্ণ
সংবাদটি শেয়ার করুন...
দখিনের সময় ডেস্ক:
রাজধানীর গুলশানে বুধবার গভীর রাতে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের চলন্ত বুলেটপ্রুফ গাড়ির গায়ে টেপ দিয়ে সাদা একটি খাম লাগিয়ে দ্রুত সরে যান এক মোটরসাইকেল আরোহী। ঘটনাটি মুহূর্তের মধ্যেই ঘটে যায় এবং এখন পর্যন্ত ওই ব্যক্তির পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ।
গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল ইসলাম জানান, রাত আনুমানিক ১১টা ৪০ মিনিটে গুলশানের ৬৫ নম্বর সড়কে সাদা রঙের হিরো হাংক মোটরসাইকেলে আসা এক ব্যক্তি হঠাৎ গাড়িবহরের কাছাকাছি চলে আসেন। এরপর তিনি তারেক রহমানের চলন্ত গাড়িতে টেপ দিয়ে সাদা একটি খাম লাগিয়ে দ্রুত স্থান ত্যাগ করেন। ঘটনার সময় গাড়িবহরের সঙ্গে বিএনপি চেয়ারম্যানের নিজস্ব নিরাপত্তা দল (সিএসএফ) উপস্থিত ছিল। তবে এ ঘটনায় বিএনপির পক্ষ থেকে কোনো সাধারণ ডায়েরি (জিডি) করা হয়নি। বিষয়টি জানার পর পুলিশ নিজেরাই জিডি করে তদন্ত শুরু করেছে।
তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। ফুটেজে দেখা গেলেও ভিডিওর মান ভালো না হওয়ায় মোটরসাইকেল আরোহীর পরিচয় স্পষ্টভাবে শনাক্ত করা সম্ভব হয়নি। গুলশান বিভাগের উপকমিশনার (ডিসি) রওনক আলম বলেন, খামের ভেতরে কী ছিল সে বিষয়ে পুলিশকে কিছু জানানো হয়নি, এটি বর্তমানে সিএসএফের হেফাজতে রয়েছে। পুলিশ রহস্য উদ্ঘাটনে তদন্ত অব্যাহত রেখেছে।