শিক্ষার্থীদের স্বার্থে সরকারের কাছে অবসরপ্রাপ্ত এক শিক্ষকের প্রস্তাবনা
দখিনের সময়
প্রকাশিত আগস্ট ২৯, ২০২০, ১১:৫২ পূর্বাহ্ণ
সংবাদটি শেয়ার করুন...
ফায়েদ অর্নব:
শিক্ষা কার্যক্রম নিয়ে সরকার খুবই সহনশীল । এ বিষয়ে একটি সুদূরপ্রসারি প্রস্তাবনা পেশ করেছেন বরিশাল জিলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক মো: সূরুয্যামান। দৈনিক দখিনের সময়-এর সঙ্গে আলাপকালে তিনি আশা করছেন, সরকার বিষয়টি সহানুভূতির সাথে আলোচনা ও পর্যালোচনা করে গ্রহণযোগ্য সিদ্ধান্তে উপনীত হতে পারবেন ।
অবসরপ্রাপ্ত শিক্ষক মো: সূরুয্যামানের প্রস্তাবনা হচ্ছে, শিক্ষা প্রতিষ্ঠান যদি ১ অক্টোবর বা ১ নভেম্বর /২০২০ স্কুল খোলার ব্যবস্থা নেওয়া হয় তবে এই শিক্ষা বর্ষটি আরও ছয় মাস বাড়িয়ে মোট ১৮ মাস করা যাবে কিনা ? অর্থাত্ ১ জানুয়ারি /২০২০ তারিখ থেকে ৩০ জুন/২০২১ একুনে ১৮ মাস । এই বাড়তি ছয় মাস যথারীতি ক্লাস চালিয়ে মে/২০২১ মাঝামাঝি সংক্ষিপ্ত আকারে প্রতি বিষয়ে ৫০ নম্বরের পরীক্ষা নেওয়া যেতে পারে । এইতো গেলো এক শিক্ষা বর্ষ । পরের দুইটি শ্রেণী প্রতিটি নয় মাস ধরে শিক্ষা বর্ষ নেওয়া গেলে আমার মনে হয় কোন সমস্যা ই হবেনা । উদাহরণ স্বরূপ বলা যায়, তদানীন্তন পাকিস্তান সরকার সারা দেশে প্রথম শ্রেণী থেকে দশম শ্রেণীর শিক্ষা বর্ষ ব্যবস্থা কলেজ লেভেল পর্যায়ে নিয়ে যাওয়ার ( জুলাই —-জুন ) সিদ্ধান্ত নেওয়া হয়েছিল ।
বরিশাল জিলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক মো: সূরুয্যামান জানান, শেষ পর্যন্ত উহা হঠাৎই বন্ধ করে দেওয়া হয়েছিল । তখন ডিসেম্বর মাস বা জানুয়ারী শেষ পর্যায়ে এসে ১৮ মাসে এই শিক্ষা বর্ষ সমাপ্ত করার সিদ্ধান্ত নেওয়া হলো । সেই সনটি ছিল ১৯৬০ থেকে ১৯৬২ সাল । এই বছরের প্রথমটি ১৮ মাস , পরের দুইটি নয় মাস ধরে শিক্ষা বর্ষ সমাপ্ত হলো । আমি তখন ষষ্ঠ শ্রেণীর ছাত্র ছিলাম । এহেন এই পরিস্থিতি মোকাবিলা করার এ পদ্ধতিতে অগ্রসর হওয়া যাবে কিনা বিবেচনা করা যেতে পারে । এটি কোনো সরকারের উপর চাপ সৃষ্টি নয় । সাধারণ নাগরিক হিসেবে আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে সরকারের কাছে আবেদন করছি ।