• ১৭ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ , ৪ঠা বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

ঘর থেকে তুলে নিয়ে গৃহবধূকে হাত-মুখ বেঁধে গণধর্ষণ

দখিনের সময়
প্রকাশিত জুন ২৮, ২০২২, ২৩:৩৮ অপরাহ্ণ
ঘর থেকে তুলে নিয়ে গৃহবধূকে হাত-মুখ বেঁধে গণধর্ষণ

প্রতীকি ছবি

সংবাদটি শেয়ার করুন...

দখিনের সময় ডেস্ক

এক গৃহবধূকে ঘর থেকে তুলে নিয়ে দল বেঁধে ধর্ষণের ঘটনা ঘটেছে। কিশোরগঞ্জের করিমগঞ্জ পৌর এলাকায় সোমবার রাতে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার রাত ১১ টার দিকে গৃহবধূকে ডেকে তুলে আসামিরা। এ সময় তার শিশু সন্তানটি ঘুমিয়েছিল। স্বামী থাকেন ঢাকায়। পরিচিত মনে করে দরজা খুলতেই জোরপূর্বক তুলে নিয়ে যায় তারা। পাশের একটি পাটক্ষেতে নিয়ে হাত ও মুখ বেঁধে দল বেধে ধর্ষণ করে তাকে। পরে মুমূর্ষু অবস্থায় ফেলে রেখে যায় তারা। ভুক্তভোগীর গোঙ্গানির শব্দ শুনে প্রতিবেশীরা তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠান।

করিমগঞ্জ সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. ইফতেখারুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ভুক্তভোগী নিজে বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। মামলায় আসামি করা হয়েছে চরপাড়ার মোড়ল বাড়ির লাল মামুদের ছেলে শফিকুল ইসলাম (৪২), মঙ্গল মিয়ার ছেলে কামাল হোসেন (৩৮) ও অজ্ঞাতনামা আরও দুইজনকে।
স্থানীয়রা জানান, অভিযুক্তরা মাদকাসক্ত ও জুয়ার সাথে জড়িত।

আসামিদেরকে গ্রেফতারে চেষ্টা চলছে বলে গণমাধ্যমকে জানান  পুলিশ কর্মকর্তা ইফতেখারুজ্জামান।