অ্যান্টি টেররিজম ইউনিটের নয়া প্রধান এস এম রুহুল আমিনের দায়িত্ব গ্রহন ৬ সেপ্টেম্বর
দখিনের সময়
প্রকাশিত সেপ্টেম্বর ৪, ২০২২, ২০:০১ অপরাহ্ণ
সংবাদটি শেয়ার করুন...
দখিনের সময় ডেস্ক:
জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ দমনে গড়ে তোলা পুলিশের বিশেষায়িত শাখা এন্টি টেররিজম ইউনিটের প্রধান হলেন অতিরিক্ত আইজিপি এস এম রুহুল আমিন। বুধবার (৩১ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এই পোস্টিং দয়া হয়। এস এম রুহুল আমিন আগামী মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) নতুন দায়িত্ব গ্রহণ করবেন বলে জানাগেছে। তবে এ যোগদান একদিন পিছিয়ে বুধবারও হতেপারে বলে সূত্র জানিয়েছে।
পুলিশের কার্যক্রমকে অধিকতর বেগবান করার জন্য ২০১৭ সালের ১৯ সেপ্টেম্বর ‘এন্টি টেররিজম ইউনিট’ নামে বিশেষায়িত একটি ইউনিট গঠন করা হয়। এই ইউনিটকে সারাদেশে সন্ত্রাসবাদ ও জঙ্গিবাদ সংক্রান্ত মামলার তদন্ত, আসামি গ্রেপ্তার, জিজ্ঞাসাবাদ, ব্যবহৃত অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার, জঙ্গি অর্থায়ন প্রতিরোধ, জঙ্গিবাদ ও উগ্রবাদী প্রচারণা প্রতিরোধসহ এ সংক্রান্ত সকল কার্যক্রম পরিচালনার ক্ষমতা প্রদান করা হয়েছে। আধুনিক প্রযুক্তি নির্ভর ও গোয়েন্দা তথ্যভিত্তিক একটি স্বতন্ত্র ও স্বয়ংসম্পূর্ণ বিশেষায়িত ইউনিট হিসেবে কাজ করছে এন্টি টেররিজম ইউনিট।
এক নজরে এস এম রুহুল আমিন
অ্যান্টি টেররিজম ইউনিটের প্রধান হিসেবে দায়িত্ব প্রাপ্ত অতিরিক্ত আইজিপি এস এম রুহুল আমিন গোপালগঞ্জের সন্তান, ঢাকা বিশ্ববিদ্যালরে আন্তর্জাতিক সম্পর্ক বিভারে মেধাবী ছাত্র।
গোপালগঞ্জের সন্তান এস এম রুহুল আমিন পুরিশ হেডকোয়ার্টার্স পদায়নের আগে ২০১৬ থেকে ২০১৮ সাল পর্যন্ত বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার হিসেবে কঠিন ও জটিল দায়িত্ব দক্ষতা ও সাফল্যের সঙ্গে পালন করেছেন। এস এম রুহুল আমিন বিএমপি কমিশনার হিসেবে নগরবাসীর অকুন্ঠ আস্থা অর্জন করেছেন। বরিশাল থেকে তাঁর বদলির খবরে মানুষের মধ্যে এক ধরনের হাহাকার সৃষ্টি হয়েছিলো।
এস এম রুহুল আমিনের বিগত কর্মস্থল সমূহঃ
০১।পুলিশ কমিশনার, বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি), বরিশাল (২০১৬-২০১৮)।
০২। ডিআইজি, রেলওয়ে পুলিশ (২০১৪-২০১৫ সাল)।
০৩। অতিঃ ডিআইজ, চট্রগ্রাম বিভাগ (২০১২-২০১৩ সাল)।
০৪। বিশেষ পুলিশ সুপার, সিআইডি, ঢাকা (২০১০-২০১২ সাল)।
০৫। পুলিশ সুপার, সিলেট জেলা (২০০৭-২০১০ সাল)।
০৬। উপ পুলিশ কমিশনার, সিএমপি, চট্রগ্রাম (২০০৪-২০০৬ সাল)।