• ২৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

সীমান্ত সংঘর্ষে পালিয়ে আসা মিয়ানমারের অর্ধশতাধিক আটক

দখিনের সময়
প্রকাশিত জানুয়ারি ১১, ২০২৬, ১৭:৫৯ অপরাহ্ণ
সীমান্ত সংঘর্ষে পালিয়ে আসা মিয়ানমারের অর্ধশতাধিক আটক
সংবাদটি শেয়ার করুন...
দখিনের সময় ডেস্ক:
মিয়ানমারে চলমান সংঘর্ষের মুখে বাংলাদেশে অনুপ্রবেশের সময় রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠীর ৫০ জনের বেশি সদস্য ও এক বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রোববার (১১ জানুয়ারি) কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং সীমান্ত দিয়ে তারা বাংলাদেশে প্রবেশ করলে আইনশৃঙ্খলা বাহিনী তাদের হেফাজতে নেয়।
পুলিশ ও বিজিবি সূত্র জানায়, সকালে মিয়ানমারের রাখাইন রাজ্যে বিদ্রোহী সংগঠন আরাকান আর্মি ও রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠীর মধ্যে তীব্র সংঘর্ষ শুরু হয়। ঘণ্টাব্যাপী গোলাগুলির এক পর্যায়ে রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠীর সদস্যরা সীমান্তের শূন্যরেখার দিকে সরে আসে। এ সময় মিয়ানমার দিক থেকে ছোড়া গুলিতে হোয়াইক্যং ইউনিয়নের তেচ্ছিব্রিজ এলাকায় একটি বসতঘরে আঘাত লাগে এবং আফনান (৭) নামে এক বাংলাদেশি শিশু গুলিবিদ্ধ হয়। শুরুতে শিশুটির মৃত্যুর খবর ছড়ালেও পরে পুলিশ নিশ্চিত করে, সে জীবিত রয়েছে এবং আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বিজিবির কক্সবাজার সেক্টর কমান্ডার কর্নেল মহিউদ্দিন আহমেদ জানান, দুপুরের দিকে সংঘর্ষে টিকতে না পেরে রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠীর অর্ধশতাধিক সদস্য সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে প্রবেশ করে। বিজিবি ও পুলিশ যৌথভাবে তাদের আটক করে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করছে। এদিকে গুজব ছড়িয়ে পড়ায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক তৈরি হলে প্রশাসন ও জনপ্রতিনিধিরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। বর্তমানে সীমান্ত এলাকায় সতর্কতা জোরদার করা হয়েছে।