দখিনের সময় ডেস্ক:
মিয়ানমারের রাখাইন রাজ্যে চলমান সংঘর্ষের মধ্যে সীমান্ত পেরিয়ে আসা গুলিতে বাংলাদেশি এক কিশোরী আহত হয়েছে। রোববার (১১ জানুয়ারি) টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের তেচ্ছীব্রিজ সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, সীমান্তের ওপারে রোহিঙ্গা সশস্ত্র গ্রুপ, আরাকান আর্মি ও মিয়ানমারের সেনাবাহিনীর মধ্যে ত্রিমুখী সংঘর্ষ চলছিল। এ সময় মিয়ানমার দিক থেকে ছোড়া একটি গুলি বাংলাদেশ সীমান্তে এসে লাগে। এতে হুজাইফা সুলতানা আফনান (১২) নামে এক কিশোরী গুলিবিদ্ধ হয়। এর আগে গত কয়েকদিন ধরেই ওই সীমান্ত এলাকায় থেমে থেমে গোলাগুলির শব্দ শোনা যাচ্ছিল, এমনকি বৃহস্পতিবার এক বাংলাদেশি জেলেও গুলিবিদ্ধ হন।
ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়লে ক্ষুব্ধ স্থানীয়রা নিরাপত্তা জোরদারের দাবিতে বিক্ষোভ করেন। টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে এবং সীমান্ত এলাকায় সতর্কতা বাড়ানো হয়েছে। পাশাপাশি মিয়ানমার থেকে অনুপ্রবেশের সময় আটক অর্ধশতাধিক মিয়ানমার নাগরিককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলেও জানান তিনি।