পরিত্যক্ত কমিউনিটি সেন্টার থেকে ২ জনের মরদেহ উদ্ধার
দখিনের সময়
প্রকাশিত জানুয়ারি ১৮, ২০২৬, ১৭:৫৮ অপরাহ্ণ
সংবাদটি শেয়ার করুন...
দখিনের সময় ডেস্ক:
ঢাকার সাভারে একটি পরিত্যক্ত কমিউনিটি সেন্টারের ভেতর থেকে দুইজনের পোড়া মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি স্থানীয়দের মধ্যে চরম আতঙ্ক ও কৌতূহলের সৃষ্টি করেছে।
রোববার (১৮ জানুয়ারি) দুপুরে সাভার পৌর এলাকার থানা রোড মহল্লায় অবস্থিত পরিত্যক্ত ‘সাভার পৌর কমিউনিটি সেন্টার’-এ মরদেহ দুটির সন্ধান মেলে। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, সাভার কলেজের এক শিক্ষার্থী প্রাকৃতিক প্রয়োজনে ভবনটির ভেতরে প্রবেশ করলে সেখানে পোড়া মরদেহ দেখতে পান। সঙ্গে সঙ্গে তিনি জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করলে সাভার মডেল থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ দুটি উদ্ধার করে। পোড়া অবস্থায় থাকায় তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (অপারেশন) হেলাল উদ্দিন জানান, খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং মরদেহ দুটি ময়নাতদন্তের প্রস্তুতি নেওয়া হচ্ছে। কীভাবে এবং কেন এই ঘটনা ঘটেছে, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করা হয়েছে।