দেশজুড়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) সংকট ভয়াবহ রূপ নিয়েছে। বাসাবাড়ির রান্না থেকে শুরু করে পরিবহন খাত—সবখানেই চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ, কোথাও দ্বিগুণ দাম দিয়েও মিলছে না গ্যাস।
সুনামগঞ্জ, ঢাকার সাভার, ব্রাহ্মণবাড়িয়া, গাজীপুরের কালিয়াকৈর ও রাঙ্গামাটিসহ বিভিন্ন এলাকায় এলপিজির তীব্র ঘাটতি দেখা দিয়েছে। ডিলাররা বলছেন, কোম্পানি পর্যাপ্ত সরবরাহ না দেওয়ায় বাজারে সংকট তৈরি হয়েছে। তবে ভোক্তাদের অভিযোগ, এই সুযোগে অসাধু ব্যবসায়ীরা ইচ্ছেমতো দাম বাড়াচ্ছেন। গত ৮ জানুয়ারি পরিবেশকদের হয়রানি ও জরিমানার প্রতিবাদে এলপি গ্যাস ব্যবসায়ী সমিতির সিলিন্ডার বিক্রি বন্ধের ঘোষণাও পরিস্থিতিকে আরও জটিল করে তোলে। সুনামগঞ্জে সরকার নির্ধারিত ১ হাজার ৩০৬ টাকার ১২ কেজি সিলিন্ডার বিক্রি হচ্ছে দুই থেকে আড়াই হাজার টাকায়। রাঙ্গামাটিতে গ্যাসের অভাবে জেলার একমাত্র সিএনজি পরিবহন ব্যবস্থা বন্ধের পথে, আর সাভারে অনেক পরিবার আবার মাটির চুলায় রান্নায় ফিরতে বাধ্য হয়েছে।
খুচরা বিক্রেতারা অভিযোগ করছেন, ডিলাররা বেশি মুনাফার আশায় সরাসরি গ্রাহকদের কাছে গ্যাস বিক্রি করায় দোকানগুলোতে সিলিন্ডার মিলছে না। অন্যদিকে স্থানীয় প্রশাসন অতিরিক্ত দাম ঠেকাতে বাজার মনিটরিং ও জরিমানার কথা জানালেও বাস্তবে সংকট কাটেনি। সংশ্লিষ্টদের মতে, দ্রুত কার্যকর উদ্যোগ না নিলে এলপিজি বাজারের এই অস্থিরতা আরও দীর্ঘ হতে পারে।