• ২৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

ইয়াবাসহ গ্রেপ্তার জামাই-শ্বশুর

দখিনের সময়
প্রকাশিত জানুয়ারি ১৯, ২০২৬, ১০:৫২ পূর্বাহ্ণ
ইয়াবাসহ গ্রেপ্তার জামাই-শ্বশুর
সংবাদটি শেয়ার করুন...
দখিনের সময় ডেস্ক:
চট্টগ্রামের আনোয়ারায় মাদকবিরোধী অভিযানে জামাই ও শ্বশুরকে একসঙ্গে গ্রেপ্তার করেছে বাংলাদেশ সেনাবাহিনী ও পুলিশ। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট, যার বাজারমূল্য প্রায় সাড়ে আট লাখ টাকা বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
শনিবার (১৭ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আনোয়ারা উপজেলার খোদ্দগহিরা এলাকায় যৌথ অভিযান চালানো হয়। গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, ৩ নম্বর রায়পুর ইউনিয়নের ওই এলাকায় নুরুন্নবীর বসতঘরের সামনে উঠানে ইয়াবা বিক্রির প্রস্তুতি চলছিল। খবর পেয়ে সেনাবাহিনীর আর্টিলারি ইউনিটের সদস্যদের সঙ্গে নিয়ে আনোয়ারা থানা পুলিশ সেখানে পৌঁছায়। এ সময় দুই ব্যক্তি পালানোর চেষ্টা করলে ধাওয়া দিয়ে তাদের আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে মো. মনিরের প্যান্টের পকেট থেকে ২ হাজার পিস এবং মো. নুরুন্নবীর লুঙ্গির কোমর থেকে ৮৩৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন খোদ্দগহিরা এলাকার বাসিন্দা মো. মনির (৪০) ও মো. নুরুন্নবী (৫৫), যাদের সম্পর্কে জামাই–শ্বশুর বলে জানা গেছে।
পুলিশ জানায়, তারা দীর্ঘদিন ধরে ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়েছে বলে জানান আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জুনায়েত চৌধুরী।