রাজবাড়ীর পদ্মা নদীতে কুমিরের উপস্থিতি ঘিরে স্থানীয়দের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। সদর উপজেলার বরাট ইউনিয়নের উড়াকান্দা এলাকায় গত কয়েকদিন ধরে নদীতে একাধিক কুমির ভাসতে দেখা যাওয়ায় সাধারণ মানুষ আতঙ্কে রয়েছে।
বুধবার (১৪ জানুয়ারি) দুপুরে পরিস্থিতি নিয়ন্ত্রণে জেলা সামাজিক বন বিভাগের পক্ষ থেকে মাইকিং ও সতর্কতা জারি করা হয়। সরেজমিনে দেখা যায়, সামাজিক বন বিভাগের কর্মকর্তা খন্দকার আজিজুল ইসলামের নেতৃত্বে বন বিভাগের কর্মীরা নদী তীরে সতর্কতামূলক প্রচারণা চালান। মাইকিংয়ে জানানো হয়, পদ্মা নদীতে কুমির দেখা যাওয়ায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নদীতে নামা নিষেধ। স্থানীয় বাসিন্দা মাইনুল ইসলাম মামুন জানান, উড়াকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পেছনের অংশে কয়েকদিন ধরেই কুমির দেখা যাচ্ছে। গত ১৩ জানুয়ারি সকাল ১১টা এবং দুপুর ১টার দিকে নদীর পানিতে কুমির ভেসে থাকতে দেখেন স্থানীয়রা, যা আতঙ্ক আরও বাড়িয়ে দেয়।
ঘটনার পর থেকে এলাকায় ব্যাপক আলোচনা শুরু হয় এবং নিরাপত্তার আশঙ্কায় কেউ আর নদীতে গোসল করতে নামেনি। রাজবাড়ী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নিরুপমা রায় জানান, বিষয়টি জানার সঙ্গে সঙ্গেই সামাজিক বন বিভাগকে অবহিত করা হয়। আপাতত জননিরাপত্তার স্বার্থে নদীতে নামা থেকে বিরত থাকতে সবাইকে অনুরোধ করা হয়েছে।