• ২৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

মেঘনা নদীতে লঞ্চ সংঘর্ষে নিহত ২

দখিনের সময়
প্রকাশিত ডিসেম্বর ২৬, ২০২৫, ১১:১০ পূর্বাহ্ণ
মেঘনা নদীতে লঞ্চ সংঘর্ষে নিহত ২
সংবাদটি শেয়ার করুন...
দখিনের সময় ডেস্ক:
চাঁদপুরের হরিনা এলাকায় মেঘনা নদীতে ঘন কুয়াশার মধ্যে দুটি যাত্রীবাহী লঞ্চের সংঘর্ষে অন্তত দুইজন নিহত হয়েছেন।
পুলিশ জানায়, বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দিবাগত রাত আনুমানিক ১টা থেকে ২টার মধ্যে ঢাকাগামী ‘জাকির সম্রাট–৩’ লঞ্চের সঙ্গে ‘অ্যাডভেঞ্চার–৯’ লঞ্চের সংঘর্ষ হয়। দুর্ঘটনার পরপরই একজন যাত্রী লঞ্চেই মারা যান। অপর একজন আহত অবস্থায় ঢাকার দিকে নেওয়ার পথে মোহনপুর এলাকায় মারা যান। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় নিশ্চিত করা যায়নি।
দুর্ঘটনার পর নিহতদের মরদেহসহ লঞ্চটি ঢাকার সদরঘাটে পৌঁছায়। নিহতরা কোন লঞ্চের যাত্রী ছিলেন, সে বিষয়েও এখনও নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। এ ঘটনায় নৌপথে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ জানতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে বলে জানিয়েছে পুলিশ।