যশোরে টানা দ্বিতীয় দিনের মতো দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে। শুক্রবার (২ জানুয়ারি) জেলার সর্বনিম্ন তাপমাত্রা নেমে আসে ৮ ডিগ্রি সেলসিয়াসে।
এর আগের দিন বৃহস্পতিবার যশোরে তাপমাত্রা ছিল ৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস, যা ছিল সারা দেশের মধ্যে সর্বনিম্ন। চলতি শীত মৌসুমে এ নিয়ে চারবার যশোরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হলো। যশোর বিমান বাহিনীর আবহাওয়া অফিস জানিয়েছে, শুক্রবার ভোরে রেকর্ড করা তাপমাত্রাও দেশের মধ্যে সর্বনিম্ন ছিল। এর আগে ২৬ ডিসেম্বর ৯ ডিগ্রি এবং ২৭ ডিসেম্বর ৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়।
টানা শীতের দাপটে শহর ও গ্রামাঞ্চলে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন ছিন্নমূল ও প্রান্তিক মানুষ। আবহাওয়া অধিদপ্তরের মানদণ্ড অনুযায়ী, তাপমাত্রা ৬ দশমিক ১ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াসে নামলে মাঝারি শৈত্যপ্রবাহ ধরা হয়। সেই হিসেবে বর্তমানে যশোরে মাঝারি শৈত্যপ্রবাহ বিরাজ করছে। উল্লেখ্য, ২০১৩ সালের জানুয়ারিতে জেলায় সর্বনিম্ন তাপমাত্রা নেমেছিল ৪ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াসে।