Home আন্তর্জাতিক বাংলাদেশে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী পাঠানোর প্রস্তাব মমতার

বাংলাদেশে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী পাঠানোর প্রস্তাব মমতার

দখিনের সময় ডেস্ক:
বাংলাদেশে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী পাঠানোর জন্য পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের পক্ষ থেকে নয়াদিল্লিতে কেন্দ্রীয় সরকারকে লিখিতভাবে প্রস্তাবনা পাঠানো হবে বলে জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি এ ইস্যুতে জাতিসংঘের সঙ্গে আলোচনা শুরুর জন্য ভারতের কেন্দ্রীয় সরকারকে আহ্বানও জানিয়েছেন মমতা।
সোমবার দুপুরে বিধানসভার শীতকালীন অধিবেশনে যোগ দিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বলেন, আমরা চাই, রাষ্ট্রপুঞ্জের (জাতিসংঘের) সঙ্গে এ বিষয়ে কেন্দ্রীয় সরকার কথা বলুক যেন তারা সেখানে শান্তিরক্ষী সেনাদের পাঠাতে পারে। আমাদের অনুরোধ রইল। সেই সঙ্গে সীমান্ত সুরক্ষার ব্যাপারটি কেন্দ্রীয় সরকারের আওতাধীন বলেও মন্তব্য করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলাদেশ ইস্যুতে ভারতের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্করের বিবৃতিও দাবি করেছেন তিনি। “বর্ডার সিকিউরিটি কেন্দ্রের আওতায়। এটি আমাদের এক্তিয়ার বা দায়িত্বে নেই। আমরা বিধানসভার পক্ষ থেকে অনুরোধ জানাচ্ছি—প্রধানমন্ত্রী যেন সংসদে বাংলাদেশের বিষয়ে কথা বলেন। যদি প্রধানমন্ত্রীর অসুবিধা থাকে কোনও ব্যাপারে, তাহলে বিদেশমন্ত্রী (পররাষ্ট্রমন্ত্রী) যেন সংসদে বিবৃতি দিয়ে জানান যে কেন্দ্র এই বিষয়ে কী সিদ্ধান্ত নিয়েছে।”
বাংলাদেশে ভারতীয়রা আক্রান্ত হলে তার সরকার তা সহ্য করবে না বলে নিজ বক্তব্যে জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। বিধানসভার অধিবেশনে তিনি বলেন, “যদি বাংলাদেশে ভারতীয়রা আক্রান্ত হন, তবে আমরা তা সহ্য করব না। আমরা তাদের সেখান থেকে ফিরিয়ে আনতে পারি। এই প্রসঙ্গেই তার সংযোজন, আমাদের পরিবার, সম্পত্তি এবং প্রিয় মানুষেরা বাংলাদেশে আছেন। ভারত সরকার এই বিষয়ে (বাংলাদেশ) যে অবস্থান নেবে, আমরা তা গ্রহণ করব; কিন্তু বিশ্বের যে কোনও প্রান্তে ধর্মীয় কারণে কেউ অত্যাচারিত হলে আমরা তার নিন্দা জানাই। আমরা এ ব্যাপারে ভারত সরকার এবং প্রধানমন্ত্রীকে হস্তক্ষেপ করার আর্জি জানাচ্ছি।
বাংলাদেশ নিয়ে কেন্দ্রীয় সরকার চুপ করে রয়েছে বলেও অভিযোগ তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এ প্রসঙ্গে বিজেপির সমালোচনা করে তিনি বলেন, “আমি গত ১০ দিন ধরে দেখছি কেন্দ্রীয় সরকার চুপ করে রয়েছে। অথচ তাদের দল বলছে সব আটকে দেবো। মুখ্যমন্ত্রী বিধানসভায় জানান, ওয়াকফ বিল নিয়ে বিধানসভায় আলোচনার পর যে লিখিত প্রস্তাব কেন্দ্রের কাছে যাবে, তার সঙ্গে থাকবে জাতিসংঘের শান্তিবাহিনী পাঠানো সংক্রান্ত প্রস্তাবটিও।
এর আগে বৃহস্পতিবার বিধানসভার অধিবেশনে বাংলাদেশ প্রসঙ্গে মমতা বলেছিলেন, বাংলাদেশ নিয়ে দেশের সরকার যে সিদ্ধান্ত নেবে তিনি তার সঙ্গে আছেন। তার আগের দিন বুধবার ভারতের পার্লামেন্ট লোকসভার অধিবেশেনের ফাঁকে বাংলাদেশ প্রসঙ্গে প্রায় একই কথা বলেছিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক এবং এমপি অভিষেক বন্দ্যোপাধ্যায়। বাংলাদেশের ঘটনাকে ‘দুর্ভাগ্যজনক’ বলেও মন্তব্য করেছিলেন তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

স্বর্ণ প্রতারণা চক্রের দুই সদস্য গ্রেপ্তার

দখিনের সময় ডেস্ক: বরিশালে স্বর্ণ প্রতারণা চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে কাউনিয়া থানা পুলিশ। মঙ্গলবার (৩ ডিসেম্বর) সকালে কাউনিয়ার টেক্সটাইল রোডের একটি বাসায় অভিযান চালিয়ে...

পরকীয়ার সন্দেহে স্ত্রীর মৃত্যু, স্বামী গ্রেপ্তার

দখিনের সময় ডেস্ক: বরগুনার আমতলী উপজেলায় পরকীয়ার সন্দেহে স্বামী মনিরুল ইসলামের হাতে স্ত্রীর মৃত্যু ঘটেছে। নিহত গৃহবধূ তিন্নি (২০) গত ৩ ডিসেম্বর সন্ধ্যায় স্বামীর লাঠির...

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ ৩ পরিবারের সহায়তা দিল জামায়াত

দখিনের সময় ডেস্ক: বরগুনার শহীদ তিন পরিবারকে আর্থিক সহায়তা দিয়েছে জামায়াতে ইসলামী বরগুনা জেলা শাখা। মঙ্গলবার (৩ ডিসেম্বর) সদর উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে...

কিংস্টন টেস্ট জয়ের নায়ক মিরাজ, কৃতিত্ব দিলেন পুরো দলকে

দখিনের সময় ডেস্ক: দীর্ঘ ১৫ বছর পর ওয়েস্ট ইন্ডিজের মাটিতে টেস্ট জয়ের স্বাদ পেল বাংলাদেশ। কিংস্টনের স্যাবাইনা পার্কে চারদিনের লড়াই শেষে ১০১ রানের দারুণ এক...

Recent Comments