• ১২ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ২৭শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

শক্ত করে হাল ধরুন, না হলে আফসোসের সময় পাবেন না: সরকারকে কর্নেল অলি

দখিনের সময়
প্রকাশিত ডিসেম্বর ৫, ২০২৪, ১৯:৫৭ অপরাহ্ণ
শক্ত করে হাল ধরুন, না হলে আফসোসের সময় পাবেন না: সরকারকে কর্নেল অলি
সংবাদটি শেয়ার করুন...
দখিনের সময় ডেস্ক:
অন্তর্র্বতী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের উদ্দেশে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি কর্নেল (অব.) অলি আহমদ বলেছেন, শক্ত করে হাল ধরুন। না হলে পরে আফসোস করার সময় পাবেন না। পুলিশ দায়িত্ব পালন না করলে কঠোর ব্যবস্থা নেয়ার আহ্বানও জানিয়েছেন কর্নেল অলি। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) সকালে রাজধানীর মগবাজারে এলডিপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
এলডিপি সভাপতি বলেন, বর্তমান সরকারের অনেকে বেসামাল। দেশ সঠিকভাবে পরিচালনার জন্য আগে তাদের নিয়ন্ত্রণ করতে হবে। দুর্নীতি, চাঁদাবাজি, ঘুষ এখনও বন্ধ হয়নি। এগুলো বন্ধ করতে না পারা এই সরকারের ব্যর্থতার পরিচয়। সরকারের বিভিন্ন পদে ফ্যাসিবাদের দোসরদের পদায়ন করা হচ্ছে অভিযোগ করে তিনি বলেন, এভাবে কাঙ্খিত লক্ষ্য অর্জিত হবে না। যারা স্বৈরাচারীকে নিরাপদে থাকার সুযোগ করে দেয়, তারা বাংলাদেশের বন্ধু নয়।
জাতিসংঘের শান্তিরক্ষা বাহিনি ইস্যুতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেসের প্রধান মমতা ব্যানার্জীর বক্তব্যের বিষয়ে অলি আহমদ বলেন, ভারতে মুসলিমদের ওপর যে অত্যাচার হচ্ছে সেজন্য ভারতেই শান্তিরক্ষী বাহিনী মোতায়েন করা উচিত। এছাড়া ভারত যে শত্রুতা পোষণ করছে, অবিলম্বে তা থেকে বিরত থাকা উচিত বলেও মন্তব্য করেন কর্নেল অলি।
গতকাল বুধবার প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকের জন্য গিয়েছিলেন অলি আহমদ। কিন্তু বৈঠকস্থলে ঢোকা হয়নি তার। ঢোকার মুখে রাজনীতিবিদদের যে তালিকা দেয়া ছিল, তাতে নাম না থাকায় তিনি ঢুকতে পারেননি। যদিও পরক্ষণেই উপদেষ্টাদের তরফে আবারও যোগাযোগ করা হয়েছিল অলি আহমদের সঙ্গে। তাকে আসতেও বলা হয়েছিল। কিন্তু তিনি আসতে অপারগতা প্রকাশ করেন।