ছাত্রদল নেতাকে প্রকাশ্যে হত্যা, একজন ছুরিকাঘাতে আহত
দখিনের সময়
প্রকাশিত অক্টোবর ১৫, ২০২৫, ০৬:৩১ পূর্বাহ্ণ
নিহত অপু দাশ
সংবাদটি শেয়ার করুন...
দখিনের সময় ডেস্ক:
চট্টগ্রামের হাটহাজারীতে প্রকাশ্যে ছুরিকাঘাতে ইউনিয়ন ছাত্রদলের সভাপতি অপু দাশ (৩০) নিহত হয়েছেন। এ সময় তার সঙ্গে থাকা আরও একজন ছুরিকাঘাতে আহত হয়েছেন, তবে তার পরিচয় জানা যায়নি। মঙ্গলবার (১৪ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার চৌধুরীহাট বাজারের দাতারাম সড়কে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে চৌধুরীহাট বাজারে হঠাৎ একদল যুবক অপু দাশসহ দুইজনের ওপর হামলা চালান। কিছু বুঝে ওঠার আগেই তাদের এলোপাতাড়ি ছুরিকাঘাত করা হয়। এতে তারা মাটিতে লুটিয়ে পড়েন। দুর্বৃত্তরা এরপর পালিয়ে যান। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক অপু দাশকে মৃত ঘোষণা করেন।