• ২৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

মালয়েশিয়ায় পরীমণির জন্মদিন উদযাপনে ছয় ‘প্রিয়জন’ কারা?

দখিনের সময়
প্রকাশিত নভেম্বর ২, ২০২৫, ০৭:১৮ পূর্বাহ্ণ
মালয়েশিয়ায় পরীমণির জন্মদিন উদযাপনে ছয় ‘প্রিয়জন’ কারা?
সংবাদটি শেয়ার করুন...

দখিনের সময় ডেস্ক:
চিত্রনায়িকা পরীমণি তার জন্মদিন উদযাপন করেন মালয়েশিয়ায়। গত ২৩ অক্টোবর থেকে ১০ দিনের এক বিশেষ সফরে মালয়েশিয়া যান তিনি। যেখানে তার সঙ্গে ছিলেন ছয়জন প্রিয়জন। এই ছয় জন কারা? এই প্রশ্ন বেশ রহস্য সৃষ্টি করেছে। বলা হচ্ছে, নানান রটনার বাক ঘুরাতেই সফরের ছবি প্রকাশের সিদ্ধান্ত নিয়েছে পরীমণি। সবাই জানেন, তিনি নানান অঘটনের রানী!
প্রসঙ্গত, এই সফরটি পরীমণির জীবনে প্রথম দীর্ঘদিন দেশের বাইরে সেলিব্রেশন প্ল্যান হিসেবে হয়েছিল। দেশে ফেরার পর সামাজিক মাধ্যমে এক পোস্টে পরীমণি জানান, যাওয়ার সময় সবাই খুব উত্তেজিত ছিল এবং দশ দিন জুড়ে নতুন নতুন অভিজ্ঞতায় তারা নিজেদের এক নতুন দৃষ্টিকোণ থেকে চিনতে পেরেছেন। দুঃখ-বেদনা, হাসি-আনন্দের পাশাপাশি জীবনে স্মরণীয় অনেক সুন্দর মুহূর্তও হয়েছে।
পরীমণি বলেন, ধীরে ধীরে সকলের সঙ্গে ছবি-ভিডিও শেয়ার করব। তিনি আগেই সোশ্যাল মিডিয়ায় ছবি-ভিডিও পোস্ট করতে পারেননি কারণ সফরকালীন সময়টা পুরোপুরি উপভোগ করতে চেয়েছিলেন এবং সিম কার্ডও কিনেননি। এই সফরের বেশিরভাগ ছবি-ভিডিও ক্যাপচার করেছেন তার বন্ধু শাওন।
পোস্টে পরীমণি তার সঙ্গীদের ট্যাগ দিয়ে সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, আমার জীবনে তোমাদের পাওয়া খুব আনন্দের। সবাইকে ভালোবাসি।এভাবেই পরীমণির মালয়েশিয়া সফর ও জন্মদিন উদযাপন হয়ে ওঠে বিশেষ ও স্মরণীয়।।