দখিনের সময় ডেস্ক:
ময়মনসিংহের ভালুকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি মিনিবাস উল্টে গিয়ে দুজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার সদর ইউনিয়নের মেহেরাবাড়ী এলাকায় ময়মনসিংহমুখী মিনিবাসটি সড়ক বিভাজকের ওপর উল্টে পড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে একজন যাত্রী ও অন্যজন বাসের হেলপার। ঘটনাস্থলেই মারা যান যাত্রী শাহজান সিরাজী (৪০)। তিনি ভালুকা উপজেলার বিরুনিয়া গ্রামের নুরুল ইসলামের ছেলে। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর মারা যান বাসের হেলপার অনিক মিয়া (২৮)। তিনি মানিকগঞ্জের ঘিওর উপজেলার জগন্নাথদিয়া গ্রামের আলতাফ হোসেনের ছেলে। স্থানীয় ও হাইওয়ে পুলিশ সূত্র জানায়, হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি সড়ক বিভাজকে উঠে গেলে উল্টে যায় এবং দুজন বাসের নিচে চাপা পড়েন।
ভরাডোবা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম মেহেদী মাসুদ জানান, দুর্ঘটনাকবলিত মিনিবাসটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। নিহতদের মরদেহ থানায় আনা হয়েছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।