দখিনের সময় ডেস্ক:
বিএনপি ক্ষমতায় গেলে বেকারত্ব দূরীকরণে ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি করা হবে—এমন প্রতিশ্রুতি দিয়েছেন দলের চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার (২৭ জানুয়ারি) ময়মনসিংহ জেলা সার্কিট হাউজ মাঠে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি জানান, মানুষের কল্যাণকে সামনে রেখেই বিএনপির রাজনীতি এবং রাষ্ট্র পরিচালনার বাস্তব অভিজ্ঞতা কেবল বিএনপিরই রয়েছে।
তারেক রহমান বলেন, সমস্যার টেকসই সমাধান চাইলে ধানের শীষে ভোট দেওয়ার বিকল্প নেই। একটি দল পালিয়ে যাওয়া স্বৈরাচারের ভাষায় কথা বলছে এবং দুর্নীতি নিয়ে অপপ্রচার চালাচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। অর্ধেক জনগোষ্ঠীকে পিছিয়ে রেখে দেশ এগোতে পারে না—এই বাস্তবতা থেকেই ফ্যামিলি কার্ডসহ সামাজিক নিরাপত্তা কর্মসূচির কথা তুলে ধরেন বিএনপি চেয়ারম্যান। তিনি আরও বলেন, দেশ পরিচালনায় অভিজ্ঞতা ও স্পষ্ট পরিকল্পনা থাকলেই মানুষের জীবনমান বদলানো সম্ভব।
দীর্ঘ ২২ বছর পর ময়মনসিংহে তারেক রহমানের আগমন ঘিরে নগরজুড়ে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়। ৬৪ ফুট দৈর্ঘ্য ও ৪৪ ফুট প্রস্থের বিশাল মঞ্চ, এলইডি স্ক্রিন ও ব্যানারে সাজানো হয় সমাবেশস্থল; নিরাপত্তায় মোতায়েন ছিল আইনশৃঙ্খলা বাহিনী ও সিসিটিভি নজরদারি। দলীয় সূত্র জানায়, ঢাকা ফেরার পথে গাজীপুর রাজবাড়ী মাঠ ও উত্তরা আজমপুর ঈদগাঁও মাঠে আরও দুটি সমাবেশে যোগ দেওয়ার কথা রয়েছে তারেক রহমানের।