• ২৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

ডোবা থেকে যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

দখিনের সময়
প্রকাশিত জানুয়ারি ২৬, ২০২৬, ১৮:২৫ অপরাহ্ণ
ডোবা থেকে যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার
সংবাদটি শেয়ার করুন...
দখিনের সময় ডেস্ক:
ঢাকার ধামরাইয়ে পরিত্যক্ত একটি ডোবা থেকে অজ্ঞাত পরিচয়ের এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৬ জানুয়ারি) দুপুরে জয়পুরা এলাকার ছোট কালিয়াকৈর ব্রিজের পাশে এই মরদেহ পাওয়া যায়।
স্থানীয়দের বরাতে জানা যায়, ওই যুবকের মরদেহ ভাসতে দেখার পর তারা পুলিশকে খবর দেন। ধামরাই থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। তবে প্রাথমিকভাবে নিহতের নাম-পরিচয় শনাক্ত করা যায়নি। ধামরাই থানার উপ-পরিদর্শক (এসআই) আজিজুল হক জানান, মরদেহটি সম্ভবত ৫-৬ দিন আগে ডোবায় ফেলা হয়েছিল। মরদেহের অবস্থা পচনের কারণে শরীরে কোনো আঘাতের চিহ্ন আছে কি না তা নিশ্চিতভাবে বলা যাচ্ছে না।
এসআই আজিজুল হক আরও জানান, মরদেহের প্রকৃত মৃত্যু কারণ ময়নাতদন্তের রিপোর্টে স্পষ্ট হবে। এই ঘটনার বিষয়ে থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হচ্ছে। পুলিশ এ ঘটনায় অনুসন্ধান শুরু করেছে এবং সম্ভাব্য সকল তথ্য সংগ্রহ করা হচ্ছে।