• ২৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

সীমান্তে গুলিবর্ষণে দুই কিশোর আহত

দখিনের সময়
প্রকাশিত জানুয়ারি ২৭, ২০২৬, ১৮:২২ অপরাহ্ণ
সীমান্তে গুলিবর্ষণে দুই কিশোর আহত
সংবাদটি শেয়ার করুন...
দখিনের সময় ডেস্ক:
কক্সবাজারের টেকনাফে নাফ নদী সীমান্তে সীমান্তের ওপার থেকে ছোড়া গুলিতে দুই কিশোর আহত হয়েছে। আহত দুজনকে তাৎক্ষণিকভাবে উদ্ধার করে উখিয়ার এমএসএফ হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার (২৬ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে হোয়াইক্যং ইউনিয়নের জিমংখালী ও কাঞ্জরপাড়ার মাঝামাঝি এলাকায় এ ঘটনা ঘটে।
আহত কিশোররা হলেন হোয়াইক্যং ইউনিয়নের কাঞ্জরপাড়ার শেখ কামালের ছেলে মো. সোহেল (১৬) এবং মো. ইউনুসের ছেলে মো. ওবায়দুল্লাহ (১৭)। হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক খোকন চন্দ্র রুদ্র জানান, সকালে তারা নাফ নদীর ওই সীমান্ত এলাকায় মাছ ধরতে গেলে মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির সদস্যরা লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে সোহেল ও ওবায়দুল্লাহ মাথা, হাত ও পায়ে গুলিবিদ্ধ হয়। আঘাতের ধরন দেখে ধারণা করা হচ্ছে, এটি সাধারণ আগ্নেয়াস্ত্রের গুলি, ভারী অস্ত্রের নয়।
ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে কুতুপালংয়ে অবস্থিত এমএসএফ হাসপাতালে নিয়ে যান। এর আগেও টেকনাফ সীমান্তে এমন সহিংসতার ঘটনা ঘটেছে। গত ১২ জানুয়ারি একই ইউনিয়নের তেচ্ছিব্রিজ সীমান্তে গুলিতে এক শিশু আহত হয় এবং পরদিন সীমান্ত এলাকায় মাইন বিস্ফোরণে এক যুবক গুরুতর আহত হন। সীমান্ত পরিস্থিতি নিয়ে স্থানীয়দের মধ্যে উদ্বেগ বাড়ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।