আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে বাংলাদেশে নিযুক্ত বিদেশি কূটনীতিকদের সঙ্গে বৈঠকে বসছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী রোববার (২৬ জানুয়ারি) এই বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আবদুর রহমানেল মাছউদ।
তিনি জানান, রোববার সকাল সাড়ে ১০টায় রাজধানীর একটি হোটেলে কমিশনের সব সদস্য দেশের বিভিন্ন দূতাবাসের কূটনীতিক, রাষ্ট্রদূত এবং জাতিসংঘের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করবেন। বৈঠকে নির্বাচন ঘিরে ইসির সার্বিক প্রস্তুতি, ভোট আয়োজনের স্বচ্ছতা, নিরপেক্ষতা এবং আন্তর্জাতিক পর্যবেক্ষণসংক্রান্ত বিষয়গুলো তুলে ধরা হবে। পাশাপাশি কূটনীতিকদের বিভিন্ন প্রশ্ন ও মতামতও শোনা হবে বলে জানান তিনি।