সুনামগঞ্জের তাহিরপুরে এক ব্যাটারিচালিত অটোরিকশার চাপায় শাহী আহমদ (৭) নামে এক মাদরাসাশিক্ষার্থী নিহত হয়েছেন। রোববার (২৫ জানুয়ারি) সন্ধ্যা সাতটার দিকে তাহিরপুর-সুনামগঞ্জ সড়কের উজান তাহিরপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পরের দিন (২৬ জানুয়ারি) সকাল ১১টায় তার দাফন সম্পন্ন হয়।
নিহত শাহী আহমদ উজান তাহিরপুর গ্রামের বাসিন্দা বাচ্চু মিয়ার ছেলে এবং স্থানীয় রওজাতুল উলুম মাদরাসার ছাত্র ছিলেন। স্থানীয়রা জানায়, শিশুটি সড়ক পার হওয়ার সময় সুনামগঞ্জ থেকে তাহিরপুর বাজারের দিকে মালামাল নিয়ে আসা জোবায়ের অ্যান্ড আদিবা পরিবহনের একটি ব্যাটারিচালিত রিকশা তাকে চাপা দেয়। এতে সে গুরুতর আহত হয় এবং স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে রাত সাড়ে ৯টার দিকে মৃত্যুবরণ করে।
দুর্ঘটনার পর চালক গাড়িটি ফেলে পালিয়ে যায়। তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। পুলিশ ঘটনার বিষয়ে তদন্ত শুরু করেছে এবং দ্রুত ঘটনার মূল কারণ উদঘাটনের চেষ্টা করছে।