ভোলার লালমোহন ও বোরহানউদ্দিন উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় চারজনের প্রাণহানি হয়েছে। সোমবার (২৬ জানুয়ারি) দুপুরে এসব মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
স্থানীয়দের বরাতে জানা যায়, লালমোহনের চরফ্যাশনের গজারিয়া আজার উদ্দিন ডিগ্রি কলেজের সামনে ভোলা থেকে চরফ্যাশনগামী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে একটি ইজিবাইককে চাপা দেয়। এতে ইজিবাইকচালকসহ দুই যাত্রী—মা ও ছেলে—ঘটনাস্থলেই মারা যান। নিহত মা ও ছেলের বাড়ি তজুমদ্দিন উপজেলায়। তারা চরফ্যাশন থেকে লালমোহনের দিকে যাচ্ছিলেন। দুর্ঘটনার পর বাসটি রাস্তার পাশের খাদে পড়ে যায়। লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অলিউল ইসলাম জানান, নিহতদের নাম তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
এদিকে বোরহানউদ্দিন উপজেলার উদয়রপুর রাস্তার মাথায় একটি ট্রলির সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে সোহাগ নামে এক মোটরসাইকেলচালক নিহত হন। পৃথক এসব দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।