• ২৮শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৪ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

ইশতেহার উন্মোচন করলেন তাসনিম জারা

দখিনের সময়
প্রকাশিত জানুয়ারি ২৪, ২০২৬, ১৭:৩০ অপরাহ্ণ
ইশতেহার উন্মোচন করলেন তাসনিম জারা
সংবাদটি শেয়ার করুন...
দখিনের সময় ডেস্ক:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৯ (খিলগাঁও, সবুজবাগ ও মুগদা) আসন থেকে ‘ফুটবল’ প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নিজের নির্বাচনি ইশতেহার ঘোষণা করেছেন ডা. তাসনিম জারা। শনিবার (২৪ জানুয়ারি) ফেসবুকে নিজের ভেরিফায়েড আইডিতে তিনি এ ঘোষণা দেন।
ইশতেহারে তিনি ঢাকা-৯ এলাকাকে একটি আধুনিক, নিরাপদ ও বাসযোগ্য জনপদে রূপান্তরের প্রতিশ্রুতি দেন। নাগরিক সেবা ঘাটতি, গ্যাস সংকট ও জলাবদ্ধতার স্থায়ী সমাধানকে তিনি অগ্রাধিকার দিয়েছেন। গ্যাস বিল প্রসঙ্গে জারা বলেন, গ্যাস না থাকলেও নিয়মিত বিল নেওয়া জনগণের সঙ্গে প্রতারণার শামিল। সংসদে গিয়ে তিনি ‘নো সার্ভিস, নো বিল’ নীতি চালুর উদ্যোগ নেবেন বলে জানান।
তিনি আরও জানান, রাস্তা খোঁড়াখুঁড়ির কাজ নির্ধারিত সময়ের মধ্যে শেষ না হলে সংশ্লিষ্ট ঠিকাদারকে জরিমানার আওতায় আনা হবে। প্রায় ৮ লাখ মানুষের ভরসাস্থল মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের সেবা উন্নয়ন, পর্যাপ্ত চিকিৎসক ও জনবল নিয়োগ এবং কমিউনিটি ক্লিনিকগুলোকে ‘মিনি হাসপাতাল’ হিসেবে গড়ে তোলার পরিকল্পনার কথাও তুলে ধরেন তিনি। পাশাপাশি বছরজুড়ে স্থায়ী মশা নিধন কার্যক্রম, নারীদের নিরাপত্তায় ‘নিরাপদ করিডোর’, মাদকবিরোধী অভিযান, স্কুল-কলেজ ও গার্মেন্টস এলাকায় সিসি ক্যামেরা এবং উন্নত ল্যাম্পপোস্ট স্থাপনের প্রতিশ্রুতি দেন। শিক্ষা খাতে আধুনিক সায়েন্স ল্যাব, কোডিং ক্লাব, এআই শিক্ষা চালু এবং তরুণ উদ্যোক্তা ও কর্মজীবী মায়েদের জন্য বিশেষ তহবিল গঠনের কথাও ইশতেহারে উল্লেখ রয়েছে।
সবশেষে ডা. তাসনিম জারা জানান, নির্বাচনের পর প্রার্থীদের উধাও হয়ে যাওয়ার সংস্কৃতি তিনি বদলাতে চান। এ জন্য স্থায়ী কার্যালয়, ডিজিটাল অভিযোগ ট্র্যাকিং ব্যবস্থা এবং সরাসরি এমপির সঙ্গে যোগাযোগের সুযোগ থাকবে। ভোটারদের উদ্দেশে তিনি বলেন, ঢাকা-৯-এর ভাগ্য বদলাতে এবার একজন ডাক্তারকে সুযোগ দেওয়ার সময় এসেছে।