• ২৮শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৪ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

পড়াশোনার সঙ্গে খেলাধুলা-সংস্কৃতি যোগ করতে চান তারেক রহমান

দখিনের সময়
প্রকাশিত জানুয়ারি ২৪, ২০২৬, ১৭:৫১ অপরাহ্ণ
পড়াশোনার সঙ্গে খেলাধুলা-সংস্কৃতি যোগ করতে চান তারেক রহমান
সংবাদটি শেয়ার করুন...
দখিনের সময় ডেস্ক:
ভবিষ্যৎ শিক্ষানীতিতে শুধু বইনির্ভর পড়াশোনার বাইরে গিয়ে খেলাধুলা ও শিল্প-সংস্কৃতিকে অন্তর্ভুক্ত করার পরিকল্পনার কথা জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, শিক্ষার্থীদের জন্য এমন একটি ব্যবস্থা দরকার, যেখানে পড়ালেখা হবে আনন্দের, চাপের নয়; একই সঙ্গে খেলাধুলা ও সৃজনশীল চর্চাও শিক্ষার অপরিহার্য অংশ হবে।
শনিবার (২৪ জানুয়ারি) দুপুরে রাজধানীর গুলশানে বিচারপতি সাহাবুদ্দিন আহমেদ পার্কে ‘আমার ভাবনায় বাংলাদেশ’ শীর্ষক জাতীয় রিল-মেকিং প্রতিযোগিতার বিজয়ীদের সঙ্গে আয়োজিত ‘মিট অ্যান্ড গ্রিট উইথ তারেক রহমান’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন তার কন্যা ব্যারিস্টার জাইমা রহমান। তারেক রহমান বলেন, শিশুরা যদি পড়াশোনার পাশাপাশি খেলাধুলা, শিল্প ও সংস্কৃতিতে যুক্ত থাকে, তাহলে তাদের সময় গঠনমূলক কাজে ব্যয় হবে এবং অতিরিক্ত ইন্টারনেট ব্যবহার ও অনলাইন আসক্তি কমবে। তিনি আরও বলেন, শিক্ষা ব্যবস্থাকে শুধু পরীক্ষানির্ভর না রেখে বাস্তব জীবনঘনিষ্ঠ ও মানবিক করে তুলতে কাঠামোগত পরিবর্তন জরুরি।
প্রাথমিক শিক্ষার প্রসঙ্গে তারেক রহমান বলেন, নতুন স্কুল ভবন নির্মাণের চেয়ে দক্ষ ও যোগ্য শিক্ষক গড়ে তোলাই বেশি গুরুত্বপূর্ণ। এজন্য শিক্ষকদের একাডেমিক প্রশিক্ষণের পাশাপাশি নৈতিক ও সামাজিক মূল্যবোধভিত্তিক প্রশিক্ষণের ওপর গুরুত্ব দেওয়া হবে। ছোটবেলা থেকেই ন্যায়-অন্যায়ের শিক্ষা নিশ্চিত করা গেলে সামাজিক অবক্ষয় ও মব জাস্টিসের মতো সমস্যাও অনেকাংশে কমানো সম্ভব বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।