• ২৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

আমদানির হাওয়ায় চালের বাজারে স্বস্তি

দখিনের সময়
প্রকাশিত জানুয়ারি ২৫, ২০২৬, ১৬:৫৯ অপরাহ্ণ
আমদানির হাওয়ায় চালের বাজারে স্বস্তি
সংবাদটি শেয়ার করুন...
দখিনের সময় ডেস্ক:
দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে চাল আমদানি শুরু হওয়ার পর স্থানীয় বাজারে দাম কমতে শুরু করেছে। মাত্র দুই দিনের ব্যবধানে কেজিপ্রতি ৪ থেকে ৫ টাকা পর্যন্ত দর নেমেছে, যা ভোক্তা ও ব্যবসায়ী—দুই পক্ষের মধ্যেই স্বস্তি ফিরিয়েছে।
ব্যবসায়ীরা জানান, আমদানি শুরুর আগে হিলি বন্দরের পাইকারি বাজারে চিকন জাতের শম্পা চালের কেজি বিক্রি হচ্ছিল ৭০ থেকে ৭১ টাকায়। বর্তমানে সেই একই চাল ৬৪ থেকে ৬৫ টাকায় পাওয়া যাচ্ছে। বাজারে সরবরাহ বাড়ায় দাম কমছে বলে তাদের ধারণা। পাইকারদের পাশাপাশি খুচরা ক্রেতারাও কম দামে চাল পেয়ে সন্তোষ প্রকাশ করছেন। আমদানিকারকদের মতে, এই ধারা অব্যাহত থাকলে সামনে আরও কিছুটা দাম কমতে পারে।
হিলি কাস্টমস সূত্র জানায়, গত তিন দিনে হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে ৩৭ ট্রাকে মোট ১ হাজার ৫২০ মেট্রিক টন চাল আমদানি হয়েছে। সংশ্লিষ্টরা আশা করছেন, নিয়মিত আমদানি চললে বাজারে স্থিতিশীলতা বজায় থাকবে এবং চালের দামে আরও স্বস্তি মিলবে।