দখিনের সময় ডেস্ক:
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার-১ আসনের প্রার্থী সালাহউদ্দিন আহমদ বলেছেন, আওয়ামী লীগ কখনোই বাংলাদেশের অস্তিত্ব ও স্বার্থকে হৃদয়ে ধারণ করেনি। সোমবার (২৬ জানুয়ারি) দুপুরে কক্সবাজারের চকরিয়ার বমুবিলছড়িতে আয়োজিত এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
সালাহউদ্দিন আহমদ বলেন, যারা এখনো আওয়ামী লীগের প্রতি সহানুভূতিশীল, তাদের উচিত স্বাধীনতাপন্থী শক্তির পাশে দাঁড়ানো। তার ভাষায়, আওয়ামী লীগ বাংলাদেশকে একটি নির্ভরশীল রাষ্ট্রে পরিণত করার পথেই এগিয়েছে। গণঅভ্যুত্থানের মুখে পড়ে দলটির শীর্ষ নেতৃত্ব দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে বলেও তিনি দাবি করেন। তিনি আরও বলেন, আওয়ামী লীগ প্রকৃত অর্থে একটি রাজনৈতিক দল নয়; বরং এটি ফ্যাসিবাদী ও মাফিয়াচক্রের মতো আচরণ করেছে, যার ফলে গণতন্ত্র ও মানুষের অধিকার ক্ষতিগ্রস্ত হয়েছে। অতীতে যারা আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন, তাদের অনেকেরই এখন ভুল ভেঙেছে বলে তিনি আশা প্রকাশ করেন।
এসময় তিনি ধর্মের নামে ভোট চাওয়ার প্রবণতা নিয়েও সতর্ক করেন। সালাহউদ্দিন আহমদ বলেন, বিভ্রান্ত না হয়ে দেশের উন্নয়ন, নিরাপত্তা ও গণতন্ত্র রক্ষার স্বার্থে সবাইকে ধানের শীষে ভোট দিতে হবে। তিনি বলেন, মত ও বিশ্বাসের পার্থক্য থাকলেও দেশের স্বাধীনতা ও ভবিষ্যৎ সুরক্ষাই সবার প্রধান লক্ষ্য হওয়া উচিত।