• ৪ঠা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ , ২১শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

“ইচ্ছে ছিলো” -তানভীন আহসান রিফাত

দখিনের সময়
প্রকাশিত সেপ্টেম্বর ২৩, ২০২১, ১৫:০৮ অপরাহ্ণ
“ইচ্ছে ছিলো” -তানভীন আহসান রিফাত
সংবাদটি শেয়ার করুন...

ইচ্ছে ছিলো
-তানভীন আহসান রিফাত


প্রকৃতি সাক্ষী দেয় আমার অজান্তে  আমি তোমার হয়ে গেছি৷

তোমার অতৃপ্ত চোখের চাহনিতে  হৃদস্পন্দনে দাগ কাটে প্রতি লগ্নে৷

অমর ভালোবাসায়  বেছে  নিয়েছি তোমাকে৷

চাইলেই যেন হারাতে  পারি এলোমেলো চুলের অধরে
নুপুর পায়ে হেটে যাচ্ছিলে যখন সামনে থেকে৷

ইচ্ছে করেছিল জড়িয়ে ধরে বলি
সত্তর বছরের পথচলার সঙ্গী পেয়েছি শত অপেক্ষার পরে৷

যখন  তুমি আনমনে রঙিন পৃথিবীতে ব্যাস্ত এ মন তখন তোমার ভালোবাসায় সিক্ত

এ জীবনে সব চাওয়া পাওয়া হবে অতি ক্ষুদ্র

যদি এ হাতে তোমার হাত হয় আবদ্ধ।

 

লেখকঃ তানভীন আহসান রিফাত
শিক্ষার্থী, অমৃত লাল দে মহাবিদ্যালয়,
বরিশাল।