• ২৪শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ , ১০ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

এপ্রিলেই ফিরছেন খালেদা জিয়া

দখিনের সময়
প্রকাশিত মার্চ ২০, ২০২৫, ১৫:৫৪ অপরাহ্ণ
এপ্রিলেই ফিরছেন খালেদা জিয়া
সংবাদটি শেয়ার করুন...
দখিনের সময় ডেস্ক:
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ঈদের আগে দেশে ফিরছেন না, তবে আগামী এপ্রিলের মাঝামাঝি তিনি ফিরতে পারেন বলে জানিয়েছেন যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেক। অন্যদিকে, লন্ডনে পরিবারের সঙ্গে ঈদ উদযাপন শেষে দ্রুতই দেশে ফিরবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দীর্ঘ সাত বছর পর মা-ছেলের একসঙ্গে ঈদ কাটানোর সুযোগ হয়েছে, যা বিএনপি নেতাকর্মীদের জন্য বিশেষ তাৎপর্যপূর্ণ।
যুক্তরাজ্য বিএনপির নেতারা জানান, এবার লন্ডনেই ছেলের সঙ্গে ঈদ উদযাপন করবেন খালেদা জিয়া। প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময়েরও পরিকল্পনা রয়েছে। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এম এ মালেক জানান, চিকিৎসা ও ফ্লাইট শিডিউলের ওপর নির্ভর করলেও ১৫ এপ্রিলের আশপাশে খালেদা জিয়া দেশে ফিরতে পারেন।
এদিকে, তার ব্যক্তিগত চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেন জানিয়েছেন, পরিবারের সান্নিধ্যে থাকায় খালেদা জিয়া আগের চেয়ে ভালো আছেন। বার্মিংহামে এক ইফতার মাহফিলে তিনি বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও দ্রুত দেশে ফিরবেন। উল্লেখ্য, গত ৭ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে করে লন্ডনে যান বিএনপি চেয়ারপারসন।