কারচুপির অভিযোগে জাকসু ভোট থেকে সরে দাঁড়াল ছাত্রদল
দখিনের সময়
প্রকাশিত সেপ্টেম্বর ১১, ২০২৫, ১৯:২৬ অপরাহ্ণ
সংবাদটি শেয়ার করুন...
দখিনের সময় ডেস্ক:
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে অনিয়মের অভিযোগ তুলে ভোট বর্জন করেছে ছাত্রদল সমর্থিত প্যানেল। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে মওলানা ভাসানী হলের গেস্ট রুমে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন সাধারণ সম্পাদক (জিএস) পদপ্রার্থী তানজিলা হোসাইন বৈশাখী। তার অভিযোগ, ভোটকেন্দ্রে অস্বচ্ছ প্রক্রিয়া, বারবার ভোট দেওয়া, মব সৃষ্টি ও প্রশাসনের নীরব ভূমিকায় নির্বাচন আগেই সাজানো ছিল।
সংবাদ সম্মেলনে জানানো হয়, অনেক কেন্দ্রে অমোচনীয় কালি ব্যবহার না হওয়ায় একই ভোটার একাধিকবার ভোট দিয়েছে। তাজউদ্দীন আহমদ হলে ছবি ছাড়া ভোটার তালিকার কারণে দুই ঘণ্টা ভোট বন্ধ থাকে। এছাড়া মেয়েদের হলে আইডি কার্ড পরিবর্তন করে একই শিক্ষার্থীকে একাধিকবার ভোট দিতে দেওয়া হয়। কিছু হলে ছাত্রদল প্যানেলের এজেন্টদের ঢুকতে দেওয়া হয়নি, এমনকি ভিপি প্রার্থীদেরও ভোটকেন্দ্রে প্রবেশে বাধা দেওয়া হয়েছে। পাশাপাশি ব্যালট ছাপানো থেকে সিসিটিভি নজরদারির দায়িত্ব—সব কিছু জামায়াত-শিবির সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের হাতে তুলে দেওয়ায় নির্বাচন প্রক্রিয়া নিয়ে সন্দেহ আরও ঘনীভূত হয়।
ছাত্রদল অভিযোগ করে, ভোটগ্রহণ চলাকালে শিবির সমর্থিত প্যানেল ভোটারদের হাতে লিফলেট বিতরণ করেছে, অনেক কেন্দ্রে বিদ্যুৎ না থাকায় ভোট কারচুপি সহজ হয়েছে এবং ভোটার অনুপাতে বুথ কম থাকায় শিক্ষার্থীরা ভোগান্তিতে পড়েছেন। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হলে ব্যালটে নির্ধারিত তিনজন কার্যকরী সদস্যের নাম না থেকে একজনের নাম দেওয়া হয়। সবকিছু মিলিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন জামায়াত-শিবিরের সঙ্গে যোগসাজশ করে “ইলেকশন ইঞ্জিনিয়ারিং” করেছে বলে দাবি করে ছাত্রদল সমর্থিত প্যানেল। সংবাদ সম্মেলনে ভিপি প্রার্থী শেখ সাদী হাসানসহ অন্যান্য প্রার্থীরাও উপস্থিত ছিলেন।