• ২৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

মধ্যরাতে আগুনে ছাই সারিবদ্ধ ৭ দোকান

দখিনের সময়
প্রকাশিত জানুয়ারি ২৪, ২০২৬, ১৮:১৬ অপরাহ্ণ
মধ্যরাতে আগুনে ছাই সারিবদ্ধ ৭ দোকান
সংবাদটি শেয়ার করুন...
দখিনের সময় ডেস্ক:
বরিশাল নগরীর দক্ষিণ আলেকান্দা এলাকায় গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত সাতটি দোকান সম্পূর্ণভাবে পুড়ে গেছে। এতে কয়েক লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। শুক্রবার (২৩ জানুয়ারি) রাত আনুমানিক আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, দক্ষিণ আলেকান্দার নূরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের পাশের একটি খাবার হোটেল থেকে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। অল্প সময়ের মধ্যেই আগুন ভয়াবহ আকার ধারণ করে এবং পাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। আগুনে সাতটি দোকান পুরোপুরি ভস্মীভূত হয়, পাশাপাশি একটি পাখির খাবারের দোকান আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়। স্থানীয় বাসিন্দা খাইরুল ইসলাম জানান, অধিকাংশ দোকান মালিক বনভোজনে বরিশালের বাইরে থাকায় ক্ষয়ক্ষতির সঠিক হিসাব তাৎক্ষণিকভাবে জানা সম্ভব হয়নি।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে দোকানগুলো সম্পূর্ণ পুড়ে যায়। ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ জানিয়েছে, আগুনের কারণ ও মোট ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে তদন্ত করা হচ্ছে।