• ২৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

চট্টগ্রামের সঙ্গে পরিবারের গভীর আবেগ রয়েছে: তারেক রহমান

দখিনের সময়
প্রকাশিত জানুয়ারি ২৫, ২০২৬, ১৮:৩৭ অপরাহ্ণ
চট্টগ্রামের সঙ্গে পরিবারের গভীর আবেগ রয়েছে: তারেক রহমান
সংবাদটি শেয়ার করুন...
দখিনের সময় ডেস্ক:
বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, চট্টগ্রামেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন এবং এই শহরেই তিনি শহীদ হয়েছেন। এছাড়া চট্টগ্রামে শহীদ জিয়ার নেতৃত্বে খালেদা জিয়াকে ‘দেশনেত্রী’ উপাধিতে ভূষিত করা হয়েছিল। তাই এই নগরীর সঙ্গে তার ও তার পরিবারের গভীর আবেগ ও আত্মার সম্পর্ক রয়েছে। রোববার (২৫ জানুয়ারি) দুপুরে চট্টগ্রাম নগরীর পলোগ্রাউন্ড মাঠে অনুষ্ঠিত নির্বাচনি জনসভায় তিনি এসব কথা বলেন।
তারেক রহমান আরও বলেন, ১৯৭১ সালে অর্জিত স্বাধীনতা রক্ষা করেছে ২০২৪ সালের ছাত্র ও জনতার আন্দোলন। বর্তমানে দেশবাসী এমন অর্থবহ পরিবর্তন চায়, যা প্রতিটি নাগরিকের জন্য উন্নত শিক্ষা ও স্বাস্থ্যসেবার নিশ্চয়তা নিয়ে আসবে। তিনি যুক্তি দেখান, বিএনপি যতবার ক্ষমতায় এসেছে, ততবার জনগণের কল্যাণে কাজ করেছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ করতে কৃষির উৎপাদন বাড়ানো প্রয়োজন, তাই কৃষকদের জন্য কৃষক কার্ড কার্যকর করার পরিকল্পনা রয়েছে, যাতে তারা স্বল্পমূল্যে ঋণ এবং অন্যান্য সুযোগ-সুবিধা পেতে পারে।
চট্টগ্রামের জলাবদ্ধতা ও শহরের অবকাঠামোগত সমস্যা সমাধানেও বিএনপি বিশেষ মনোযোগ দেবে বলে জানান তারেক রহমান। খাল-নালা খননের মাধ্যমে শহরের পানি নিকাশ নিশ্চিত করা হবে। তিনি আরও বলেন, ইপিজেড সম্প্রসারণ ও কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে চট্টগ্রামকে বাণিজ্যিক রাজধানী হিসেবে গড়ে তোলা হবে। পাশাপাশি, সরকারের দায়িত্বে গেলে আইনশৃঙ্খলা ও দুর্নীতি নিয়ন্ত্রণে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তারেক রহমান জনগণকে ধানের শীষে ভোট দিয়ে বিএনপির ওপর আস্থা রাখতে আহ্বান জানান এবং জানান, ভোটের আগে তাহাজ্জুদের নামাজ পড়ে কেন্দ্রের লাইনে দাঁড়িয়ে ভোট দিতে হবে।