• ৮ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৫শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

প্রতিদিন এক লাখ করোনা রোগী শনাক্ত, তবুও চার হাজার কোটির আইপিএল

দখিনের সময়
প্রকাশিত এপ্রিল ৬, ২০২১, ১৩:৪০ অপরাহ্ণ
প্রতিদিন এক লাখ করোনা রোগী শনাক্ত, তবুও চার হাজার কোটির আইপিএল

ছবি: সংগৃহীত

সংবাদটি শেয়ার করুন...

দখিনের সময় ডেক্স:

ভারতীয় ক্রিকেট বোর্ড সিদ্ধান্ত নিয়ে রেখেছে আইপিএল হবেই। গত মৌসুম সংযুক্ত আরব আমিরাতে কাটিয়ে এসে এবার ঘরেই ফ্র্যাঞ্চাইজি লিগটি আয়োজনে বদ্ধ পরিকর তারা। ওদিকে ভারতে দিন দিন করোনা রোগীর সংখ্যা বাড়ছে। পরশু দেশটিতে করোনা শনাক্তের সংখ্যা লাখ ছাড়িয়েছে। এ অবস্থায় অন্য যেকোনো খেলা আয়োজন থেকেই বিরত থাকার কথা। কিন্তু আইপিএল সংক্রান্ত বাদ্যি ঠিকই বেজে চলেছে।

করোনার সংক্রমণের দ্বিতীয় ঢেউ চলে এসেছে। পরশু ভারতে নতুন করে ১ লাখ ৩ হাজারের বেশি করোনা রোগী শনাক্ত হয়েছে। গতকাল সোমবার অবশ্য সংখ্যাটা একটু কমেছে। গতকাল ভারতে শনাক্তের পরিমাণ সাড়ে ৯৬ হাজার। কিন্তু এতে বিশেষজ্ঞদের দুশ্চিন্তা বেড়েছে আরও। কারণ, রোববার ছুটির দিন বলে করোনার নমুনা সংগ্রহ ও পরীক্ষা আগের দিনের তুলনায় অনেক কম হয়েছিল। তবু সংখ্যা লাখ ছুঁই ছুঁই। ভারতে মার্চের মাঝামাঝি থেকে করোনা সংক্রমণের ঊর্ধ্বগামী গ্রাফে কাল একটু বিরতিতেও তাই স্বস্তি মেলেনি।

আইপিএল–সংশ্লিষ্ট কর্মকর্তারা অবশ্য এতে ও ভড়কাচ্ছেন না। যেকোনোভাবেই আইপিএল আয়োজনের সর্বোচ্চ চেষ্টা তাঁরা চালিয়ে যাবেন। হাজার হলেও দর্শকবিহীন এই টুর্নামেন্টেও স্পনসরের অভাব হয়নি। চার হাজার কোটি রুপির এই টুর্নামেন্ট স্থগিত করতে তাই চাইছে না কেউ।