বড় মনির বিরুদ্ধে ধর্ষণ মামলার বাদীর ঝুলন্ত লাশ উদ্ধার
দখিনের সময়
প্রকাশিত নভেম্বর ১৯, ২০২৩, ০৯:৩৮ পূর্বাহ্ণ
সংবাদটি শেয়ার করুন...
দখিনের সময় ডেস্ক:
টাঙ্গাইল শহর আওয়ামী লীগের সহসভাপতি গোলাম কিবরিয়া বড় মনির বিরুদ্ধে ধর্ষণের মামলা করা কিশোরী মির্জা আফরোজ এশার (১৭) ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার রাতে সদর উপজেলার করটিয়া ইউনিয়নের করের বেতকা এলাকায় নিজ বাসা থেকে লাশ উদ্ধার করা হয়।
টাঙ্গাইল সদর থানার ওসি আবু ছালাম মিয়া জানান, শিশুপুত্রকে নিয়ে নিজেদের তৃতীয় তলার একটি ফ্ল্যাটে বসবাস করতেন এশা। গতকাল দুপুরে ওই ফ্ল্যাটে তাঁর সন্তানের কান্না শুনতে পান এক নারী। দরজায় ধাক্কা দিয়ে কোনো সাড়াশব্দ না পাওয়ায় তাঁর সন্দেহ হয়। পরে তিনি আশপাশের লোকজনকে বিষয়টি জানালে তারা পুলিশে খবর দেন। পুলিশ গিয়ে ঘরে ঢুকে বৈদ্যুতিক পাখার সঙ্গে ঝুলন্ত লাশ উদ্ধার করে।
গত ৫ এপ্রিল টাঙ্গাইল সদর থানায় বড় মনির বিরুদ্ধে ধর্ষণ মামলা করেন এশা। ওই সময় তিনি অন্তঃসত্ত্বা ছিলেন। মামলার পর ৩০ জুন পুত্রসন্তানের জন্ম দেন। এজাহারে বলা হয়, ধর্ষণের কারণে এশা অন্তঃসত্ত্বা হয়ে পড়েন। মামলায় বড় মনির স্ত্রীকেও আসামি করা হয়। জেলা বাস-মিনিবাস মালিক সমিতির মহাসচিব বড় মনির টাঙ্গাইল-২ আসনের সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনির বড় ভাই।
স্থানীয় সূত্রে জানা গেছে, বড় মনির বিরুদ্ধে ধর্ষণ মামলার পর আদালতের নির্দেশে এশার গর্ভে জন্ম নেওয়া শিশুর ডিএনএ পরীক্ষা করা হয়। পরীক্ষার প্রতিবেদনে ‘শিশুটির জৈবিক পিতা বড় মনির নন’ বলে উল্লেখ করা হয়। পরে গত অক্টোবরে জামিনে কারামুক্ত হন তিনি। এর পর থেকে এশা মানসিকভাবে ভেঙে পড়েন। হঠাৎ তাঁর লাশ উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার বলেন, প্রাথমিকভাবে মনে হয়েছে এটি আত্মহত্যা। এ ঘটনায় অপমৃত্যু মামলা হবে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে। বাড়ির ভেতরে ও চারপাশে সিসিটিভি ক্যামেরা রয়েছে। বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করা হবে।