• ১১ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৮শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

নাটোরে যাত্রীবাহী ২ বাসে আগুন

দখিনের সময়
প্রকাশিত ডিসেম্বর ৩, ২০২৩, ২৩:৪০ অপরাহ্ণ
নাটোরে যাত্রীবাহী ২ বাসে আগুন
সংবাদটি শেয়ার করুন...
দখিনের সময় ডেস্ক:
নাটোরে পার্কিং করা দুটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আজ রবিবার রাত সাড়ে ১০টার দিকে শহরের বড়হরিশপুর এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
পুলিশ জানায়, শহরের বড়হরিশপুর এলাকায় গনি ফিলিং স্টেশনের সামনে বেশ কয়েকটি বাস ও ট্রাক পার্কিং করা ছিল। রাত সাড়ে ১০টার দিকে ‘সামিজনি’ ও ‘রাজকীয়’ পরিবহনের দুটি বাসে আগুন দিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। বাসে আগুন জ্বলতে দেখে পুলিশ ও ফায়ার সার্ভিসে খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে বাস দুটির ভিতরের পুরো অংশ পুড়ে যায়।
নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছিম আহম্মেদ বলেন, ‘ধারণা করা হচ্ছে নাশকতার উদ্দেশে বাস দুটিতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’