• ২৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

শেষ বৈঠকের শ্রেষ্ঠ দোয়া

দখিনের সময়
প্রকাশিত মে ৮, ২০২৫, ১৮:৪২ অপরাহ্ণ
শেষ বৈঠকের শ্রেষ্ঠ দোয়া
সংবাদটি শেয়ার করুন...
দখিনের সময় ডেস্ক:
নামাজ হলো মুসলমানের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত, যা জান্নাতের চাবি হিসেবে বিবেচিত। প্রত্যেক প্রাপ্তবয়স্ক নারী-পুরুষের ওপর দিনে পাঁচবার নামাজ আদায় করা ফরজ। সুন্নত, নফল ও ওয়াজিব নামাজের গুরুত্বও কম নয়। সময়মতো নামাজ আদায় করা যেমন গুরুত্বপূর্ণ, তেমনি নামাজের প্রতিটি অংশ সঠিকভাবে আদায় করাও জরুরি। অনেকেই জানতে চান, নামাজের শেষ বৈঠকে অর্থাৎ তাশাহ্‌হুদ ও দরুদ শেষে কোন দোয়া পড়া উত্তম?
ইসলামি স্কলার ও ফুকাহাগণ বলেন, শেষ বৈঠকে তাশাহ্‌হুদ ও দরুদ পাঠের পর হাদিসে বর্ণিত দোয়াগুলোর যেকোনো একটি পড়া মুস্তাহাব। চাইলে একাধিক দোয়াও পড়া যেতে পারে। এসব দোয়া মানুষের ব্যক্তিগত চাওয়া, তওবা বা মাগফিরাতের জন্য হয়ে থাকে। রাসুলুল্লাহ (সা.) তাঁর সাহাবিদের মাঝে একাধিক দোয়া শিখিয়েছেন, যার একটি আবু বকর সিদ্দিক (রা.)-এর জন্য নির্দিষ্ট করে বলেছিলেন।
আবু বকর (রা.) একদিন নবীজি (সা.)-কে বলেন, “আমার জন্য নামাজে পড়ার মতো একটি দোয়া শিখিয়ে দিন।” তখন রাসুল (সা.) বললেন, “তুমি এই দোয়াটি পড়ো”—
اللَّهُمَّ إِنِّي ظَلَمْتُ نَفْسِي ظُلْمًا كَثِيرًا… (উচ্চারণ: আল্লাহুম্মা ইন্নি যালামতু নাফসি যুলমান কাসিরা…)। অর্থ: “হে আল্লাহ! আমি নিজের ওপর অনেক জুলুম করেছি। আপনি ছাড়া কেউ গোনাহ মাফ করতে পারেন না। সুতরাং আপনি আমাকে আপনার পক্ষ থেকে ক্ষমা করে দিন এবং আমার প্রতি দয়া করুন। নিশ্চয়ই আপনি পরম ক্ষমাশীল ও দয়ালু।” — সহিহ বুখারি: ৮৩৪।