• ২৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

ভোটের রাজনীতির কোথায় গিয়ে ঠেকবে?

দখিনের সময়
প্রকাশিত জানুয়ারি ২০, ২০২৬, ০৬:৪৮ পূর্বাহ্ণ
ভোটের রাজনীতির কোথায় গিয়ে ঠেকবে?
সংবাদটি শেয়ার করুন...
আমাদের দেশে রাজনীতি অধিকতর জটিল। প্রসঙ্গক্রমে স্মরণ করা যেতে পারে, স্বাধীনতা-উত্তর বাংলাদেশে রাজনীতিতে প্রধান বিভাজন হচ্ছে আওয়ামী লীগ এবং অ্যান্টি আওয়ামী লীগ স্রোত। ২০২৪ সালের ৫ আগস্টের পর রাজনীতিতে আওয়ামী রাজনীতির ধারা মরুপথে বাঁক নিয়েছে বলে অনেকেই মনে করেন। নিদেনপক্ষে চলতি বছর ১২ ফেব্রুয়ারির নির্বাচন যদি হয় তাতে আওয়ামী লীগের জন্য কোনো ‘খানা’ নেই বলেই ধরে নেওয়া যায়। তবে ভণ্ডুল করার অপচেষ্টা করবে না, তা তো কেউ বলেনি!
বিশেষ করে পলাতক আওয়ামী লীগ হঠাৎ চুপ হয়ে যাওয়ার বিষয়টি অন্যরকম আলামত হিসেবে দেখছেন অনেকে। যদিও ক্ষমতাসীন একাধিক শক্তি এবং প্রকাশ্যে সক্রিয় রাজনৈতিক শক্তিগুলোও আওয়ামীবিরোধী শক্ত অবস্থানে আছে, অন্তত প্রকাশ্যে। যদিও আওয়ামী ভোটব্যাংকের দিকে সবার লোলুপ নজর অনেকটা নির্লজ্জ পর্যায়ে পৌঁছেছে। আওয়ামী ভোট যেন গল্পের কাকের ঠোঁটে মাংস টুকরোর মতো।
এদিকে ৫ আগস্টের বেনিফিশিয়ারি শক্তিগুলোর মধ্যে বিভক্তি-বিভাজন নগ্নভাবে স্পষ্ট। আর বিএনপি ও জামায়াতকে কেন্দ্র করে দুটি শক্তিশালী ধারা প্রায় সমানে সমানে চলমান বলে অবস্থাদৃষ্টে ধারণা করা হচ্ছে। বিএনপির ঘাড়ে জামায়াতের নিঃশ্বাসও অনুভব করেছিলেন কেউ কেউ। কিন্তু ২৫ ডিসেম্বর তারেক রহমানের ‘সফল প্রত্যাবর্তন’ রাজনীতিতে তাকে যে উচ্চতায় নিয়ে গেছে, তাতে বিপক্ষ শক্তিগুচ্ছকে অনুষ্ঠান শেষে বেলুনের মতো বিবেচনা করছেন অনেকই। কেউ বিবেচনা করছেন বৃক্ষের পাশে গুল্ম-লতার মতো। এরপরও সামগ্রিক গতি-প্রকৃতি যেভাবে বারবার বাঁক নিচ্ছে, তাতে ভোটের রাজনীতির কোথায় গিয়ে ঠেকে, তা অনেকের পক্ষেই নিশ্চিতভাবে ধারণা করা কঠিন। আবার কারোরই দ্বিমত নেই যে, জামায়াত এবার মরণকামড় দেবে। কিন্তু তা কি ঘাড়ে নাকি কোমরে দেবে সেটিই হচ্ছে দেখার বিষয়। তবে পায়ে যে দেবে না সেটি কিন্তু ধরেই নেওয়া যায়। প্রসঙ্গত, বিএনপির এক প্রকার পা ধরেই রাজনৈতিক প্রবণতায় জামায়াত আজকের অবস্থায় পৌঁছেছে। ক্ষমতার স্বপ্নও দেখছে বলে অনেকের ধারণা। যদিও তারেক রহমান ফেরার পর সেই স্বপ্ন টুটে গেছে। তাই বলে ‘বিশাল’ বিরোধী দল হওয়ার বাসনা ত্যাগ করেছে—আলামত এমনটা বলে না।
# লেখক: জ্যেষ্ঠ সাংবাদিক
দৈনিক কালবেলায় প্রকাশিত, ৮/১/২০২৬। শিরোনাম, ‘বারুদের স্তূপ থেকে বেরিয়ে আসার পরীক্ষা’