• ২৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

উল্টে গেল সিলিন্ডারবাহী গাড়ি

দখিনের সময়
প্রকাশিত জানুয়ারি ১৯, ২০২৬, ১১:৪৬ পূর্বাহ্ণ
উল্টে গেল সিলিন্ডারবাহী গাড়ি
সংবাদটি শেয়ার করুন...
দখিনের সময় ডেস্ক:
চট্টগ্রামের মিরসরাইয়ে একটি এলপিজি সিলিন্ডারবাহী গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে এক পথচারী নিহত হয়েছেন। আহত হয়েছেন গাড়ির চালক ও হেলপার। দুর্ঘটনাটি সোমবার (১৯ জানুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নিজামপুর এলাকায় ঘটে।
নিহত আব্দুর রহমান (৪২) উপজেলার করেরহাট ইউনিয়নের দক্ষিণ অলিনগর এলাকার বাসিন্দা। তিনি দৃষ্টিপ্রতিবন্ধী ছিলেন এবং পেশায় ভিক্ষুক। হাইওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, চট্টগ্রামমুখী লেনে চলন্ত ট্রাকটি নিয়ন্ত্রণ হারানোর সময় রাস্তার পাশে থাকা আব্দুর রহমানকে সড়ক বিভাজকের সঙ্গে ধাক্কা লাগে। এতে তিনি পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। গাড়িটি উল্টে গেলে চালক ও হেলপার গুরুতর আহত হন।
কুমিরা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির রব্বানী জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। আহতদের কাছের হাসপাতালে ভর্তি করা হয়েছে।