• ২৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

আজ সরস্বতী পূজা

দখিনের সময়
প্রকাশিত জানুয়ারি ২৩, ২০২৬, ১০:৪৯ পূর্বাহ্ণ
আজ সরস্বতী পূজা
সংবাদটি শেয়ার করুন...
দখিনের সময় ডেস্ক:
সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শ্রী শ্রী সরস্বতী পূজা আজ। বিদ্যা, জ্ঞান ও সৃজনশীলতার দেবী সরস্বতীর আরাধনায় মাঘ মাসের শুক্লা পঞ্চমী তিথিতে দেশজুড়ে মন্দির, শিক্ষাপ্রতিষ্ঠান ও ঘরে ঘরে চলছে পূজার আয়োজন। শাস্ত্রীয় বিশ্বাস অনুযায়ী, এই তিথিতেই শুভ্র রাজহাঁসে চড়ে দেবী সরস্বতী ধরায় আগমন করেন। ভক্তরা অজ্ঞতার অন্ধকার দূর করার প্রত্যয়ে দেবীর চরণে পুষ্পার্ঘ্য অর্পণ করছেন।
দিনটি উপলক্ষে রাজধানীসহ সারা দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও মন্দিরে পূজা, অঞ্জলি ও প্রসাদ বিতরণের আয়োজন করা হয়েছে। শিশুদের জন্য রয়েছে হাতেখড়ির অনুষ্ঠান। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি বাসুদেব ধর জানান, ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে সকাল ১০টায় পূজা অনুষ্ঠিত হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল প্রশাসনের উদ্যোগে কেন্দ্রীয় পূজাসহ মোট ৭৬টি মণ্ডপে আয়োজন করা হয়েছে, যেখানে বিশ্ববিদ্যালয়ের ৭৪টি বিভাগ ও ইনস্টিটিউটের শিক্ষার্থীরা অংশ নিচ্ছেন। সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত পুষ্পাঞ্জলি, এরপর প্রসাদ বিতরণ ও অতিথি আপ্যায়নের সূচি নির্ধারিত রয়েছে।
জগন্নাথ হল প্রশাসন জানিয়েছে, নিরাপত্তা নিশ্চিত করতে পুরো এলাকা সিসিটিভি ক্যামেরার আওতায় রাখা হয়েছে এবং প্রবেশপথে মেটাল ডিটেক্টর ব্যবহার করা হচ্ছে। দর্শনার্থীদের জন্য শিশু-কিশোরদের বিনোদন ও খাবারের দোকানসহ সীমিত আয়োজন রাখা হয়েছে। শান্তিপূর্ণ পরিবেশে পূজা উদযাপনের মধ্য দিয়ে ভক্তরা আজ জ্ঞান ও কল্যাণের আশীর্বাদ কামনা করছেন।