• ২৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

মাজারে যাওয়ার পথে পিকআপ উল্টে নিহত ২

দখিনের সময়
প্রকাশিত জানুয়ারি ২৪, ২০২৬, ১৮:০৭ অপরাহ্ণ
মাজারে যাওয়ার পথে পিকআপ উল্টে নিহত ২
সংবাদটি শেয়ার করুন...
দখিনের সময় ডেস্ক:
কিশোরগঞ্জের অষ্টগ্রামে মাজারে যাওয়ার পথে পিকআপ ভ্যান উল্টে দুইজনের প্রাণহানি হয়েছে। এ দুর্ঘটনায় আরও অন্তত ১২ জন আহত হয়েছেন। শনিবার (২৪ জানুয়ারি) সকালে অষ্টগ্রাম উপজেলার জিরো পয়েন্ট এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়দের তথ্যে জানা যায়, মিঠামইন উপজেলার ঘাগড়া এলাকা থেকে প্রায় ১৫ জন একটি পিকআপ ভ্যানে করে ব্রাহ্মণবাড়িয়ার একটি মাজারে যাচ্ছিলেন। পথে অষ্টগ্রামের জিরো পয়েন্ট এলাকায় পৌঁছালে পিকআপটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা বিদ্যুতের খুঁটিতে সজোরে ধাক্কা খায় এবং উল্টে যায়। এতে ঘটনাস্থলেই গুরুতর আহত হন গাড়িতে থাকা যাত্রীরা। আহতদের মধ্যে রয়েছেন আরাফ আলী, নুর আলম, জালাল মিয়া, মোহাম্মদ রিশাদ, সাইম মিয়া, ফাহিম মিয়া, হাকিমসহ আরও কয়েকজন। স্থানীয়রা দ্রুত এগিয়ে এসে তাদের উদ্ধার করে অষ্টগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক হাদিস মিয়া (৫৬) ও নূর আলম (৪৫)-কে মৃত ঘোষণা করেন। অষ্টগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোয়েব খান জানান, আহতদের মধ্যে পাঁচজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন এবং আরও পাঁচজনকে উন্নত চিকিৎসার জন্য কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।