বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের ফেনীর নির্বাচনি জনসভা শুরু হওয়ার আগেই বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থকের উপস্থিতিতে কানায় কানায় ভরে ওঠে ফেনী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ। শুধু মাঠ নয়, আশপাশের সড়ক ও শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টেও অবস্থান নেন বিএনপির নেতাকর্মীরা। রোববার (২৫ জানুয়ারি) দুপুর ১টা থেকে সাড়ে ৩টা পর্যন্ত সরেজমিনে ঘুরে এমন চিত্র দেখা যায়।
ফেনীর পাশাপাশি নোয়াখালী ও লক্ষ্মীপুর জেলা থেকে বাস, মাইক্রোবাসসহ নানা যানবাহনে করে মিছিল নিয়ে নেতাকর্মীরা সমাবেশস্থলে প্রবেশ করেন। মঞ্চে একে একে বক্তব্য দেন বিএনপি ও অঙ্গসংগঠনের কেন্দ্রীয় ও স্থানীয় শীর্ষ নেতারা। মাঠজুড়ে দেখা যায় ধানের শীষ প্রতীক, দলীয় লোগো সংবলিত টি-শার্ট, পাঞ্জাবি ও মাফলার। পরশুরামের বীরচন্দ্র নগর থেকে আসা এক কর্মী জানান, দীর্ঘদিন রাজনীতিতে থাকলেও সরাসরি তারেক রহমানকে দেখার সুযোগ হয়নি। নির্বাচনের ঠিক আগে তার এই সফর ভোটের মাঠে বড় প্রভাব ফেলবে বলে তিনি মনে করেন।
ফেনী জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহার জানান, এই জনসভা ফেনীর অতীতের সব সমাবেশের উপস্থিতিকে ছাড়িয়ে যাবে। নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি দলীয় স্বেচ্ছাসেবকরাও কাজ করছেন। জনসভা ঘিরে পুরো এলাকা রেড, ইয়েলো ও গ্রিন—এই তিন স্তরের নিরাপত্তা জোনে ভাগ করা হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে জনসমাগম অব্যাহত ছিল।