Home খেলাধূলা বিদেশের মাটিতে প্রথমবার একসঙ্গে তিন ফরম্যাটেই সিরিজ জয় টাইগারদের

বিদেশের মাটিতে প্রথমবার একসঙ্গে তিন ফরম্যাটেই সিরিজ জয় টাইগারদের

দখিনের সময় ডেস্ক

জিম্বাবুয়ের বিপক্ষে একটি টেস্ট, তিনটি ওয়ানডে ও তিনটি টি টোয়েন্টি এর  পূর্ণাঙ্গ সিরিজ খেলতে জিম্বাবুয়ে গিয়েছিল বাংলাদেশ ক্রিকেট দল।

মুমিনুল হকের নেতৃত্বে  একমাত্র টেস্ট ম্যাচে জয় দিয়ে সফর শুরু করে টাইগাররা। এরপর ওয়ানডে সিরিজে ৩-০ ব্যবধানে জিম্বাবুয়েকে ধবল ধোলাই করে সিরিজ জিতে টি-টোয়েন্টি সিরিজে নামে বাংলাদেশ।

প্রথম টি-টোয়েন্টিতে জয় পেলেও দ্বিতীয়টিতে ২৩ রানে হেরে সিরিজ সমতায় আসে ১-১ ম্যাচে। তৃতীয় ম্যাচটা দাঁড়ায় অলিখিত ফাইনালে। তবে ফাইনালটাও হয়েছে ফাইনালের মতোই।

শেষ ম্যাচটা জিতে দারুণ এক রেকর্ড করেছে বাংলাদেশ। প্রথমবার মতো বিদেশের মাটিতে একসঙ্গে তিন ফরম্যাটেই বাংলাদেশের সিরিজ জয়।
হারারেতে সফরের শেষ ম্যাচ ও শেষ টি-টোয়েন্টিতে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় জিম্বাবুয়ে ।
ব্যাটিংয়ে নেমে টাইগার বোলাদের ওপর তাণ্ডব চালাতে শুরু করেন ওপেনার ওয়েসলে মাধভেরে। আরেক ওপেনার তিদওয়ানশে মারুমানি ২৭ রান করে ফেরার পর রেগিস চাকাভা ছাড়িয়ে যান মাধভেরেকেও। ২২ বলে ৪৮ রান করে বিদায় নেয়ার আগে হাঁকান ৬টি ছয়।

মাধভেরে খেলেন ৩৬ বলে ৬টি চারে ৫৪ রানের ইনিংস। শেষ দিকে ডিওন মায়ার্সের ২১ বলে ২৩ আর রায়ান বার্লের ১৫ বলে অপরাজিত ৩১ রানে ভর করে ৫ উইকেটে নিজেদের টি-টোয়েন্টি ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ ১৯৩ রান তুলে জিম্বাবুয়ে।

বাংলাদেশের পক্ষে ২ উইকেট নিয়েছেন সৌম্য সরকার। ১টি করে উইকেট নেন সাইফউদ্দিন, শরিফুল ও সাকিব।

বড় লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই নাঈম শেখের (৩) বিদায়ে বিপাকে পড়ে দল। তবে সাকিব আল হাসান ও সৌম্য সরকার মিলে ধাক্কা সামাল দেন ৫০ রানের জুটি বেঁধে।
সাকিব ২৫ (১৩) রান করে ফিরলে মাহমুদউল্লাহ-সৌম্য মিলে বাঁধেন ৬৩ রানের জুটি। সৌম্য খেলেন ক্যারিয়ার সেরা ৬৮ (৪৯) রানের ইনিংস। দলকে ভালো অবস্থানে রেখে সাজঘরে ফেরেন সৌম্য।

এরপর আফিফ হোসেনও বিদায় নেন ১৪ (৫) রান করে। পঞ্চম উইকেট জুটিতে ১৯ বলে ৩৭ রান যোগ করেন মাহমুদউল্লাহ-শামীম পাটোয়ারির জুটি।

দলীয় ১৮৭ রানের মাথায় মাহমুদউল্লাহ ৩৪ (২৮) রানে ফিরলেও বাকি কাজটা দারুণভাবে সামাল দেন অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ কাঁপানো শামীম পাটোয়ারি। তার ১৫ বলে অপরাজিত ৩১ রানের ইনিংসে ভর করে ৪ বল হাতে রেখে ৫ উইকেটের জয় নিশ্চিত করে বাংলাদেশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

সরকার অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে প্রতিশ্রুতিবদ্ধ: প্রধান উপদেষ্টা

দখিনের সময় ডেস্ক: প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, ছাত্র-শ্রমিক-জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে অর্জিত নতুন বাংলাদেশের অন্তর্র্বতীকালীন সরকার জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে প্রতিশ্রুতিবদ্ধ। বাংলাদেশের...

গাজা-লেবাননে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ছাড়িয়েছে  ৪৪ হাজার

দখিনের সময়  ডেস্কঃ গাজা-লেবাননে অব্যাহত রয়েছে ইসরায়েলি হামলা। বৃহস্পতিবার (২১ নভেম্বর) হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় গাজায় প্রাণ গেছে ৮৮ ফিলিস্তিনির। খবর...

রয়্যাল এনফিল্ডের বৈদ্যুতিক বাইক আসছে

দখিনের সময় ডেস্ক: বৈদ্যুতিক বাইকের বাজারে ইতোমধ্যেই পা রেখেছে রিভল্ট এবং ওলা। ওলার বাইক বাজারে না এলেও আকর্ষণীয় ডিজাইনের সঙ্গে কম জ্বালানি খরচ নজর কেড়েছে...

দুধের বিকল্প হিসেবে যা খেতে পারেন

দখিনের সময় ডেস্ক: উদ্ভিদ-ভিত্তিক দুধ বর্তমানে জনপ্রিয় হতে শুরু করেছে। এটি বাদাম, ওট, নারিকেল বা মটরশুঁটি যাই হোক না কেন, দুধের এই বিকল্পগুলো স্বাস্থ্যকর ডায়েট...

Recent Comments