দৈনিক দখিনের সময়- এর সাংবাদিকের উপরে সন্ত্রাসী হামলার প্রতিবাদ নলছিটিতে মানববন্ধন
দখিনের সময়
প্রকাশিত জুলাই ২৮, ২০২১, ২০:১৫ অপরাহ্ণ
সংবাদটি শেয়ার করুন...
মো: সাগর হাওলাদার ।।
ঝালকাঠির নলছিটিতে ‘দৈনিক দখিনের সময়’ পত্রিকার সাংবাদিক ও সিদ্ধকাঠি ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক অহিদুল ইসলাম মিথুনের উপর রাতের আধারে হত্যার উদ্দেশ্যে হামলা ও হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন করেছে নলছিটি সাংবাদিক সমাজ। বুধবার (২৮ জুলাই) বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত বিজয় উল্লাস-৭১ চত্বরে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন শেষে সাংবাদিকেরা সংক্ষিপ্ত সমাবেশ করেন।
বুধবার (২৮ জুলাই) বেলা ১১ টায় স্থানীয় বাসস্ট্যান্ডের বিজয় উল্লাস চত্বরে উপজেলার কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা এ মানববন্ধন করেন। মানববন্ধনে বক্তারা বলেন, সাংবাদিক মিথুনের ওপর হামলাকারী এজাহারভুক্ত আসামিরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। তারা নানাভাবে তাকে হুমকি দিচ্ছে। এতে সাংবাদিক মিথুনের জীবনের নিরাপত্তা হুমকির মুখে পড়েছে। পুলিশ হামলাকারীদের ধরতে ব্যর্থ হলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।
উল্লেখ্য, ১৮ জুলাই রাতে উপজেলার দপদপিয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের নবনির্বাচিত ইউপি সদস্য (মেম্বার) মো. সাইফুল আকন দলবল নিয়ে ওই সাংবাদিকের ওপর হামলা চালিয়ে তাকে গুরুতর আহত করে। পরে স্থানীয়রা সাংবাদিক মিথুনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
এ ঘটনায় মিথুন বাদি হয়ে গত ২০ জুলাই মেম্বার সাইফুল আকনকে প্রধান আসামি করে নলছিটি থানায় একটি মামলা দায়ের করেন। মামলার ৮ দিন অতিবাহিত হলেও কোন আসামিকে আটক করেনি পুলিশ। এবিষয়ে নলছিটি থানার ইনচার্জ অফিসার জানান দ্রুততম সময়ের মধ্যে আসামীদের গ্রেপ্তারের মাধ্যমে আইনগত ব্যাবস্থা নেয়া হবে।