• ১০ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৭শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

ভারতীয় ডুরান্ড কাপে খেলবে বাংলাদেশের দুই ফুটবল ক্লাব

দখিনের সময়
প্রকাশিত আগস্ট ২, ২০২১, ২০:৫১ অপরাহ্ণ
ভারতীয় ডুরান্ড কাপে খেলবে বাংলাদেশের দুই ফুটবল ক্লাব
সংবাদটি শেয়ার করুন...

দখিনের সময়  ডেস্ক

একসময় ভারতের ফুটবল প্রতিযোগিতায় বাংলাদেশের জাতীয় দল ছাড়াও ক্লাব দল নিয়মিত অংশ নিয়ে থাকতো। মাঝে নানান কারণে সেই ধারায় ছেদ পড়েছে। অনেকদিন পর হলেও আবারও ভারতের অন্যতম প্রাচীন ডুরান্ড কাপ থেকে বাংলাদেশের মোহামেডান  স্পোর্টিং লিমিটেড ও শেখ জামাল ধানমন্ডি ক্লাবকে আমন্ত্রণ জানানো হয়েছে। ঐতিহ্যবাহী মোহামেডান স্পোর্টিং লিমিটেড ও শেখ জামাল ধানমন্ডি ক্লাব ১৩৩ বছরের পুরনো এই প্রতিযোগিতায় অংশ নেওয়ার প্রাথমিক সিদ্ধান্তও নিয়ে রেখেছে।

আগামী ৫ সেপ্টেম্বর ভারতে শুরু হবে এই টুর্নামেন্ট। ডুরান্ড কাপের এবারের আসরে খেলবে আইএসএলের ক্লাব হায়দরাবাদ এফসি, বেঙ্গালুরু এফসি, এটিকে মোহনবাগান, কেরালা ব্লাস্টার্স, এফসি গোয়া, মুম্বাই এফসি। এ ছাড়া আই লিগের দল থেকে অংশ নিচ্ছে গোকুলাম কেরালা এফসি, কলকাতা মোহামেডান, টিডডিম রোড অ্যাথলেটিক ইউনিয়ন এফসি, রাউন্ডগ্লাস পাঞ্জাব এফসি, রিয়াল কাশ্মীর এফসি ও চার্চিল ব্রাদার্স। বাকি দলগুলো ভারতের বিভিন্ন সার্ভিসেস সংস্থা থেকে নেওয়া হবে।

১৬ দলের টুর্নামেন্টে চার গ্রুপে ভাগ হয়ে খেলবে দলগুলো। গ্রুপ পর্বে প্রতিটি দল খেলবে তিনটি করে ম্যাচ। প্রতি গ্রুপের সেরা দুটি দল খেলবে কোয়ার্টার ফাইনালে।

 মোহামেডানের পরিচালক আবু হাসান চৌধুরী গণমাধ্যমেকে বলেন, ‘আমরা ডুরান্ড কাপে খেলার আমন্ত্রণ পেয়েছি। সেখানে খেলার জন্য সবাই ইতিবাচক। আশা করছি, সেখানে আমরা খেলতে পারবো। শিগগিরই লিখিত আকারে তাদেরকে জানিয়ে দেওয়া হবে।’ডুরান্ড কাপে বাংলাদেশ থেকে প্রথম অংশ নিয়েছিল আবাহনী লিমিটেড। ১৯৮৩ সালে দিল্লিতে সেবার অবশ্য ফাইনালে উঠতে পারেনি আকাশি-নীল জার্সিধারীরা। সেই দলের সদস্য ও বর্তমানে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের ফুটবল কমিটির চেয়ারম্যান আশরাফ উদ্দিন চুন্নু বলেছন, ‘ডুরান্ড কাপে আমরা খেলবো। ক্লাব সিদ্ধান্ত নিয়েছে। আশা করছি সেখানে ইতিবাচক ফলই হবে।’