দখিনের সময় ডেস্ক :
টি-টোয়েন্টি সিরিজ খেলতে আগামী ২৪ আগস্ট ঢাকায় পা রাখছে নিউজিল্যান্ড ক্রিকেট দল। আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) ফিউচার ট্যুর প্ল্যান (এফটিপি) অনুযায়ী ৩ ম্যাচের এই সিরিজ হওয়ার কথা থাকলেও দুই ম্যাচ বেড়ে মোট পাঁচটি ম্যাচে অংশ নেবে বাংলাদেশ-নিউজিল্যান্ড। আজ বুধবার (৪ আগস্ট) দুপুরে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বিষয়টি নিশ্চিত করেছে।
বিবৃতিতে ক্রিকেট বোর্ড জানিয়েছে, বাংলাদেশে এসে সাত দিনের কোয়ারেন্টিন করতে হচ্ছে কিউইদের। ৩১ আগস্ট অনুশীলন করতে পারবে সফরকারীরা।
১ সেপ্টেম্বর শুরু হবে সিরিজের প্রথম ম্যাচ। ৩, ৫, ৮ ও ১০ সেপ্টেম্বর মাঠে গড়াবে সিরিজের বাকি ম্যাচগুলো। প্রতিটি ম্যাচই মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে আয়োজন হবে।