• ১০ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৭শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

ঢাবি শিক্ষকের পর্দা বিরোধী বক্তব্যে ববিতে প্রতিবাদ

দখিনের সময়
প্রকাশিত আগস্ট ৩১, ২০২৩, ১৭:৩৮ অপরাহ্ণ
ঢাবি শিক্ষকের পর্দা বিরোধী বক্তব্যে ববিতে প্রতিবাদ
সংবাদটি শেয়ার করুন...
বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) সাবেক ভিসি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আইইআর বিভাগের শিক্ষক ড. এম অহিদুজ্জামান চাঁন মিয়া কর্তৃক পর্দা বিরোধী বক্তব্যের প্রতিবাদে বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) প্রতিবাদ করেছে শিক্ষার্থীরা। আজ বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে এক বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়।
সমাবেশে বক্তারা বলেন, ‘ সভ্যতার উৎকর্ষতার সাথে সাথে মানুষ নিজেদের লজ্জা নিবারনে পোশাকের গুরুত্ব উপলব্ধি করতে পেরেছে। ৯০ ভাগ মুসলমানের এই বাংলাদেশে ইসলাম প্রিয় প্রতিটি মানুষের কাছে পর্দার বিষয়টি আবেগের। কিন্তু সম্প্রতি নোবিপ্রবির সাবেক ভিসি অহিদুজ্জামান চাঁন মিয়া পর্দা বিরোধী বক্তব্য দিয়ে ধর্মপ্রাণ দেশবাসীকে কষ্ট দিয়েছে ‘।
বক্তারা আরো বলেন, ‘ কোন নারী কি ধরনের পোশাক পড়বে সেটা তার একান্ত ব্যক্তিগত ব্যাপার এবং সাংবিধানিক অধিকার। কিন্তু হিজাব পরিধান করায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় এক শিক্ষার্থীকে তীর্যক মন্তব্য ও হেনস্তার শিকার হতে হয়েছে শিক্ষক নামধারী ঐ মানুষটির দ্বারা। আমরা এহেন কর্মকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই’।
মৃত্তিকা ও পরিবেশ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মাসুম বিল্লাহর সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে বক্তব্য প্রদান করেন উদ্ভিদ বিজ্ঞান বিভাগের আনোয়ার হোসেন মঞ্জু, লোকপ্রশাসন বিভাগের আমেনা খাতুন, ইংরেজি বিভাগের ফারহানা ইসলাম ও এনামুল হক সহ অন্যান্যরা। এসময় বক্তারা ইসলামে পর্দার গুরুত্ব এবং সমাজে পর্দাবিরোধী মনোভাবের কুফল সম্পর্কে নানা মতামত ব্যক্ত করেন।