• ১০ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৭শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

শিক্ষকদের দুর্বলতায় ব্যাহত হচ্ছে প্রাথমিক শিক্ষা

দখিনের সময়
প্রকাশিত অক্টোবর ৪, ২০২৩, ১৯:২২ অপরাহ্ণ
শিক্ষকদের দুর্বলতায় ব্যাহত হচ্ছে প্রাথমিক শিক্ষা
সংবাদটি শেয়ার করুন...
দখিনের সময় ডেস্ক:
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের যোগ্যতায় দুর্বলতা থাকায় বাংলাদেশে প্রাথমিক শিক্ষার মান পড়ে গিয়েছে। শিক্ষাবিদরা বলছেন, প্রাথমিক শিক্ষকদের সর্বোচ্চ একাডেমিক সনদ থাকা সত্ত্বেও দক্ষতার অভাব রয়েছে। কিন্তু দক্ষ শিক্ষক ছাড়া শিক্ষার্থীদের সেরা শিক্ষা দেওয়া সম্ভব নয়।
এই প্রেক্ষাপটে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও ৫ই অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস পালিত হবে। বার্ষিক প্রাথমিক বিদ্যালয় শুমারি ২০২২ অনুযায়ী, বাংলাদেশে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা ৬৫ হাজার ৫৬৫টি। এতে শিক্ষক রয়েছে তিন লাখ ৬২ হাজার ৭০৯ জন। এবং শিক্ষার্থী রয়েছে এক কোটি ৩৫ লাখেরও বেশি।