• ২৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

প্রতীক বরাদ্দের আগেই বিএনপির চেয়ারম্যান হচ্ছেন তারেক রহমান

দখিনের সময়
প্রকাশিত জানুয়ারি ৮, ২০২৬, ১৯:২৩ অপরাহ্ণ
প্রতীক বরাদ্দের আগেই বিএনপির  চেয়ারম্যান হচ্ছেন তারেক রহমান
সংবাদটি শেয়ার করুন...
দখিনের সময় রিপোর্ট:
খুব শিগগির দলীয় প্রধান হিসেবে তারেক রহমানের নাম ঘোষণা করা হবে। সম্প্রতি অনুষ্ঠিত দলের জাতীয় স্থায়ী কমিটির জরুরি বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। জাতীয় সংসদ নির্বাচনের প্রতীক বরাদ্দের আগেই তারেক রহমানকে আনুষ্ঠানিকভাবে বিএনপির চেয়ারম্যান হিসেবে ঘোষণা দেওয়া হবে। ৩০ ডিসেম্বর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে দলীয় প্রধানের পদটি শূন্য হয়। ‍
নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, প্রতীক বরাদ্দ হবে আগামী ২১ জানুয়ারি। তার আগে দলীয় প্রধানের নাম নির্বাচন কমিশনকে জানাতে হবে বিএনপিকে। আগামী ১২ ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচন ঘিরে ব্যস্ত সময় পার করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। গুলশানে বিএনপির কার্যালয়ে নিয়মিত নিজ নির্বাচনি এলাকার নেতা-কর্মী, দলের বিভিন্ন স্তরের নেতা-কর্মী, এমনকি শরিক দলগুলোর শীর্ষনেতাদের সঙ্গে বৈঠক করছেন।  বিদেশি কূটনীতিকদের সঙ্গেও নিয়মিত বৈঠকে অংশ নিচ্ছেন। বৈঠক থেকে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনে তাদের সহযোগিতা কামনা করছেন। পাশাপাশি নির্বাচনের পর দেশ কীভাবে এগিয়ে নেওয়া যায় এ নিয়েও আলোচনা করছেন। যুক্তরাজ্যে ১৭ বছরের নির্বাসিত জীবন শেষে গত বছর ২৫ ডিসেম্বর ঢাকায় ফেরার পর প্রথমবারের মতো আগামী ১১ জানুয়ারি চার দিনের সফরে দেশের উত্তরাঞ্চলের ৯ জেলায় সফরে যাচ্ছেন তারেক রহমান। এ ছাড়া আনুষ্ঠানিকভাবে নির্বাচনি প্রচারণা শুরু হলে বিভাগীয় জনসভায় বক্তৃতা করবেন এবং রাজধানীতেও গণসংযোগে অংশ নেবেন তিনি।